Tuesday, July 1, 2025
HomeদেশRahul Gandhi: রাহুলের 'অশ্বমেধের ঘোড়া' ঢুকল যোগীরাজ্যে, জনতার পায়ের ধুলোয় আঁধার আকাশ

Rahul Gandhi: রাহুলের ‘অশ্বমেধের ঘোড়া’ ঢুকল যোগীরাজ্যে, জনতার পায়ের ধুলোয় আঁধার আকাশ

Follow Us :

নয়াদিল্লি: ৯ দিনের বিরতির পর রাহুল গান্ধীর (Rahul Gandhi) ‘ভারত জোড়ো যাত্রা’ (Bharat Jodo Yatra) ফের শুরু হল আজ, মঙ্গলবার যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) রাজ্য উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মাটি থেকে। এ পর্যন্ত এই পদযাত্রা ১১০ দিন কাটিয়ে ৩ হাজার কিমি পথ পার করেছে। এদিনই পদযাত্রা একসঙ্গে সবচেয়ে বেশি দূরত্ব পার করে। জয়রাম রমেশ জানান, না থেমে এতটা পথ চলা এর আগে কোনওদিন হয়নি। আগামী ২৬ জানুয়ারি শ্রীনগরে এই যাত্রা শেষ হবে। এই পদযাত্রার পরেই শুরু হবে কংগ্রেসের ‘হাত সে হাত জোড়ো’ যাত্রা। নারী সশক্তিকরণের এই পদযাত্রার পুরোভাগে থাকবেন দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)।

এদিন দাদার প্রশংসায় উচ্ছ্বসিত প্রিয়াঙ্কা বলেন, রাহুল গান্ধী হলেন এক ‘যোদ্ধা’। সরকার যখন তাঁর ভাবমূর্তি নষ্ট করতে কোটি কোটি টাকা খরচ করছে, তাতে ভীত নন রাহুল। এদিনই নয়াদিল্লির কাশ্মীরি গেটের কাছে হনুমান মন্দির থেকে গাজিয়াবাদের লোনি সীমানা দিয়ে উত্তরপ্রদেশে প্রবেশ করেন দলের প্রাক্তন সভাপতি। সেখানেই দাদাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী।

আরও পড়ুন: Rajouri Attack: ডাংরি গ্রামে সন্ত্রাসী হানার ঘটনায় তদন্তে জাতীয় তদন্ত সংস্থার বিশেষ দল

প্রিয়াঙ্কা বলেন, আদানি এবং আম্বানিরা ইচ্ছে করলে রাজনীতিকদের, রাষ্ট্রায়ত্ত সংস্থাকে এমনকী সংবাদ মাধ্যমকেও কিনে নিতে পারেন। কিন্তু, আমার দাদাকে কিনতে পারবে, তাদের এমন ক্ষমতা কোনওদিন হয়নি, হবেও না। দাদার প্রশস্তিতে প্রিয়াঙ্কা আরও বলেন, মানুষ বলে থাকেন ও প্রবল শীতেও কাবু হয় না। তার কারণ ও সব সময় সত্যের বর্ম পরে থাকে। উত্তরপ্রদেশে কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেত্রী প্রিয়াঙ্কা আরও বলেন, আমার দাদা ঘৃণার বাজারে ভালোবাসার একটা দোকান খুলেছে। উত্তরপ্রদেশের সকল মানুষের কাছে আমার আবেদন, এই ‘মহব্বত কি দুকানের’ ফ্রাঞ্চাইজি নিন। যাতে প্রেম আরও ছড়িয়ে দেওয়া যায়।

এদিন রাহুলের ভারত জোড়ো যাত্রায় বহু বিশিষ্ট মানুষ এসে মিলিত হন। যেমন দেশের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইংয়ের প্রাক্তন প্রধান অমরজিৎ সিং দুলাত। জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা। প্রাক্তন র প্রধানকে রাহুলের হাত ধরে হাঁটতেও দেখা গিয়েছে। ফারুক তো এসে রাহুলকে বুকে জড়িয়ে ধরে এই সাফল্যের জন্য অভিনন্দন জানান। কারণ এদিন যোগীরাজ্যে কংগ্রেস এবং বহু সাধারণ মানুষ দলে দলে মিছিলে হাঁটেন। মেঘ ও কুয়াশায় ঢাকা আবহাওয়ায় জনপদের ধুলোয় পদযাত্রা যেখান দিয়ে গিয়েছে, সেখানে সবকিছু আবছা হয়ে যায়।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Good Morning Kolkata | সকালের গুরুত্বপূর্ণ খবর, দেখুন একনজরে সরাসরি
00:00
Video thumbnail
Election Commission of India | বিগ ব্রেকিং, প্রায় ৬০% ভোটারকে নতুন নথি জমা দিতে হবে না
00:00
Video thumbnail
China | Iran |যু/দ্ধবিমানের জন্য চিনের সঙ্গে আলোচনা ইরানের, কতটা চাপে আমেরিকা? কী করবেন নেতানিয়াহু?
00:00
Video thumbnail
Kasba Incident | তদন্তে উঠে এল মনোজিতের অপরাধের তালিকা, জানলে শিউরে উঠবেন
00:00
Video thumbnail
BJP | রাজ্য সভাপতি পদের লড়াই সুকান্ত-শমীক-দিলীপের, জোর টক্কর, শিকে ছিঁড়বে কার
00:00
Video thumbnail
Iran-Israel | যু/দ্ধে ইজরায়েলের কোমর ভে/ঙে দিয়েছে ইরান, নেতানিয়াহুদের উঠে দাঁড়াতে ৫-৬ বছর লাগবে
00:00
Video thumbnail
Trump-Netanyahu | ট্রাম্প ও নেতানিয়াহু 'শত্রু', ফতোয়া জারি ইরানি ধর্মীয় নেতার, কী করবে ইজরায়েল?
11:55:01
Video thumbnail
Colour Bar | আইভরি ট্রেঞ্চ কোট ড্রেসে নোরা
01:00
Video thumbnail
Colour Bar | ব্যান্ডের নাম হুলিগানইজম কেন? কী জানালেন অনির্বাণ?
02:49
Video thumbnail
Colour Bar | হেরা ফেরি ৩-এ ফিরছে বাবু ভাইয়া? ইঙ্গিত পরেশের
01:24

Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39