Tuesday, July 1, 2025
HomeদেশJP Nadda: বিজেপি’র সভাপতি পদে নাড্ডার মেয়াদ আরও এক বছর বাড়ল

JP Nadda: বিজেপি’র সভাপতি পদে নাড্ডার মেয়াদ আরও এক বছর বাড়ল

Follow Us :

নয়াদিল্লি: ভারতীয় জনতা পার্টির (Bharatiya Janata Party – BJP) সভাপতি (Presiden) পদে আরও একবছর মেয়াদ বাড়ল জেপি নাড্ডার (JP Nadda)। ২০২৪ সাল জুন মাস পর্যন্ত তিনিই বিজেপি’র সর্বভারতীয় সভাপতি থাকছেন। মঙ্গলবার দেশের রাজধানী নয়াদিল্লিতে দলের জাতীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে (National Executive Committee Meeting) এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নাড্ডার মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্তের খবর এদিন সংবাদ মাধ্যমকে জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিশ শাহ (Union Home Minister Amit Shah)। তিনি জানিয়েছেন, সর্বসম্মতিক্রমে (Unanimously) এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: Rahul Gandhi’s Security Breach: ভারত জোড়ো যাত্রায় রাহুলকে জড়িয়ে ধরলেন যুবক  

সংবাদ মাধ্যমের সামনে অমিত শাহের বক্তব্য, “দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলির মধ্যে, বিজেপি এমন একটা দল, যারা সর্বাধিক মাত্রায় গণতান্ত্রিক পথে চলে। বুথ স্তর (Booth Level) থেকে শুরু করে সভাপতি পদের নির্বাচন (Election for Party President Post), সবক্ষেত্রেই দলীয় সংবিধান (Party Constitution) মেনে নির্বাচন অনুষ্ঠিত হয়।” তিনি আরও বলেছেন, “নির্বাচনের আগে সদস্য নিয়োগ কার্যক্রম (Membership Drive) চালানো হয়েছিল, কোভিড প্যানডেমিকের (Covid Pandemic) কারণে তার উপর প্রভাব পড়ায় বুথ স্তরে নির্বাচন আয়োজন করা যায়নি। সভাপতি পদের নির্বাচনেও এর প্রভাব পড়েছে।”

জগৎ প্রকাশ নাড্ডা (Jagat Prakash Nadda) বিজেপি’র সভাপতি পদে বসেছিলেন ২০২০ সালের ২০ জানুয়ারি। তাঁরই সভাপতিত্বে দল কোভিড প্যানডেমিক (Covid Pandemic) পর্ব কাটিয়েছে। বিজেপি’র অভ্যন্তরে একাংশের বক্তব্য, অতিমারি চলাকালীন বিজেপি যে ত্রাণ কার্যক্রম চালিয়েছিল ও পদক্ষেপ করেছিল, তাতে বড় ভূমিকা পালন করেছিলেন নাড্ডা। দল তাঁকে নিয়ে খুশি।  

আরও পড়ুন: CV Ananda Bose: রাজ্যপালের সঙ্গে শিক্ষামন্ত্রী, উপাচার্যদের দীর্ঘ বৈঠক, ঐতিহাসিক বলে দাবি ব্রাত্যর 

উল্লেখযোগ্য বিষয় হল, ২০১৯ সালে লোকসভা নির্বাচনের পর অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পদে নিয়োগ হন। শাহ দলের সর্বভারতীয় সভাপতি পদ ছাড়ায়, নাড্ডাকে ওই পদে বসানো হয়েছিল। প্রথমে তাঁকে দলের কার্যকরী সভাপতি (Working President) হিসেবে বেছে নেওয়া হয়েছিল, এরপর দলের সর্বভারতীয় সভাপতি হিসেবে তাঁর মেয়াদ পূর্ণকালীন হিসেবে তিন বছর বাড়ানো হয়। সেই মেয়াদ চলতি বছরে উত্তীর্ণ হতে চলায়, তাঁকে আরও একবছরের জন্য দলের সর্বভারতীয় সভাপতি পদে রেখে দেওয়া হচ্ছে। ২০২৪ লোকসভা নির্বাচনের আগে নেতৃত্বে বদল আনতে রাজি নয় বিজেপি।

বিজেপি’র সর্বভারতীয় সভাপতি হিসেবে নাড্ডার কার্যকালের মেয়াদ প্রসঙ্গে অমিত শাহ বলেছেন, সাম্প্রতিক সময়ে বিহার (Bihar), মহারাষ্ট্রের (Maharashtra) মতো রাজ্যে দল ভালো ফল করেছে। পশ্চিমবঙ্গেও বিজেপি বলার মতো জায়গায় পৌঁছেছে। যদিও রাজনৈতিক সমালোচক মহলের একাংশের বক্তব্য, সভাপতি হিসেবে নাড্ডার কার্যকালের মেয়াদ বৃদ্ধি করা হলেও, তাঁর আমলে পশ্চিমবঙ্গে (West Bengal) ২০২১-এর নির্বাচনে দল মুখ থুবড়ে পড়েছে। রাজ্যের শাসকদল তৃণমূল (TMC) আরও সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা দখল করেছে। এদিকে, ২০২৪-এ লোকসভা নির্বাচন (General Election 2024) রয়েছে। পশ্চিমবঙ্গ সহ গোটা দেশেই ভালো ফলের আশায় রয়েছে বিজেপি, সেই লক্ষ্যে নাড্ডার নেতৃত্বের উপরই আস্থা রাখছে দল। এবারেও লোকসভা নির্বাচনে দলের মুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। জানা গিয়েছে, আগামী লোকসভা নির্বাচনের জন্য দেশজুড়ে মোট ১৬০টি লোকসভা কেন্দ্রকে ইতিমধ্যেই চিহ্নিত করে নিয়েছেন মোদি, শাহ, নাড্ডা সহ কেন্দ্রীয় নেতৃত্ব। আগামী বছর লোকসভা নির্বাচন ছাড়াও, চলতি বছরে দেশের ৯টি রাজ্যে (কর্নাটক, মেঘালয়, নাগাল্যান্ড, ত্রিপুরা, মিজোরাম, ছত্তিসগড়, রাজস্থান, মধ্যপ্রদেশ এবং তেলঙ্গনা) বিধানসভা নির্বাচন (Assembly Election) রয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের বক্তব্য, আগামী লোকসভা নির্বাচনের আগে ৯ রাজ্যের বিধানসভা নির্বাচন বড় চ্যালেঞ্জ হতে চলেছে বিজেপি’র জন্য। 

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Good Morning Kolkata | সকালের গুরুত্বপূর্ণ খবর, দেখুন একনজরে সরাসরি
00:00
Video thumbnail
Election Commission of India | বিগ ব্রেকিং, প্রায় ৬০% ভোটারকে নতুন নথি জমা দিতে হবে না
00:00
Video thumbnail
China | Iran |যু/দ্ধবিমানের জন্য চিনের সঙ্গে আলোচনা ইরানের, কতটা চাপে আমেরিকা? কী করবেন নেতানিয়াহু?
00:00
Video thumbnail
Kasba Incident | তদন্তে উঠে এল মনোজিতের অপরাধের তালিকা, জানলে শিউরে উঠবেন
00:00
Video thumbnail
BJP | রাজ্য সভাপতি পদের লড়াই সুকান্ত-শমীক-দিলীপের, জোর টক্কর, শিকে ছিঁড়বে কার
00:00
Video thumbnail
Iran-Israel | যু/দ্ধে ইজরায়েলের কোমর ভে/ঙে দিয়েছে ইরান, নেতানিয়াহুদের উঠে দাঁড়াতে ৫-৬ বছর লাগবে
00:00
Video thumbnail
Trump-Netanyahu | ট্রাম্প ও নেতানিয়াহু 'শত্রু', ফতোয়া জারি ইরানি ধর্মীয় নেতার, কী করবে ইজরায়েল?
11:55:01
Video thumbnail
Colour Bar | আইভরি ট্রেঞ্চ কোট ড্রেসে নোরা
01:00
Video thumbnail
Colour Bar | ব্যান্ডের নাম হুলিগানইজম কেন? কী জানালেন অনির্বাণ?
02:49
Video thumbnail
Colour Bar | হেরা ফেরি ৩-এ ফিরছে বাবু ভাইয়া? ইঙ্গিত পরেশের
01:24

Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39