মুম্বই: ফের ভয়াবহ পথ দুর্ঘটনা (Road Accident)। বৃহস্পতিবার ভোর ৫টা নাগাহ মুম্বই-গোয়া হাইওয়ে (Mumbai-Goa Highway) একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় গাড়ির। এই দুর্ঘটনায় এক শিশু সহ ৯ জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল মুম্বই-গোয়া হাইওয়ের মানগাঁওয়ের (Mangaon) কাছে। পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃতদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রত্নাগিরি জেলার গুহাগরের ( Guhagar in Ratnagiri district) দিকে থেকে ওই গাড়িটি আসছিল। সেই সময় একটি ট্রাক মুম্বইয়ের দিকে যাচ্ছিল। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্য হয় ট্রাক ও গাড়িটি। ট্রাকের সঙ্গে সংঘর্ষে পুরো দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় আট জনের। দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় এক শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন:Governor Will Learn Bengali: বাংলা শিখতে রাজ্যপালের হাতেখড়ি অনুষ্ঠান, থাকবেন মুখ্যমন্ত্রী
পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে পাঁচজন পুরুষ ও তিনজন মহিলা সহ একটি শিশু রয়েছে। গাড়ির গতি অনেকটাই ছিল বলে পুলিশ জানিয়েছে। এই দুর্ঘটনার জেরে বন্ধ হয়ে য়ায় যান চলাচল। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থলে নিয়ন্ত্রণে এনে যান চলাচল সচল করে। গোটা বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে। যদি এই ঘটনায় কেউ যুক্ত থাকে তাহলে তাদের খুঁজে বের করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে পুলিশ।