Placeholder canvas

Placeholder canvas
HomeদেশHeartbreak Insurance Fund | 'হৃদয় ভাঙার বিমা' হিসেবে ২৫,০০০ টাকা পেলেন এক...

Heartbreak Insurance Fund | ‘হৃদয় ভাঙার বিমা’ হিসেবে ২৫,০০০ টাকা পেলেন এক যুবক

Follow Us :

নয়াদিল্লি: প্রেমে ছেঁকা খেয়ে, ‘হার্ট ব্রেক ইন্স্যুরেন্স ফান্ডে’র (Heartbreak Insurance Fund) মাধ্যমে ২৫,০০০ টাকা পেলেন প্রতীক আরিয়ান (Prateek Aaryan) নাম এক ব্যক্তি। অবিশ্বাস মনে হলেও এই বিমার কারণের ব্রেকআপের পর প্রেমিকার কাছ থেকে ওই পরিমান টাকা পেলেন ওই ব্যক্তি। কী এই হার্টব্রেক ইন্স্যুরেন্স ফান্ড? 

প্রতীক আরিয়ান জানিয়েছেন, সম্পর্কের শুরুতেই তাঁর প্রাক্তন প্রেমিকা এবং তিনি একটি যৌথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে হার্টব্রেক বিমা তহবিল তৈরির সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই অ্যাকাউন্টে প্রতিমাসে তাঁরা দুজন ৫০০ টাকা করে অর্থ জমাতেন। সেই সময়ই তাঁরা সিদ্ধান্ত নিয়েছিলেন, যদি কেউ কাউকে প্রতারণা করে কিংবা ব্রেকআপ করে, তাহলে ওই অ্যাকাউন্টে জমা হওয়া পুরো অর্থ পাবেন অপর ব্যক্তি। সেই মতোই তাঁদের সম্পর্কের বিচ্ছেদের পর ওই আরিয়ান টুইট করে লিখেছেন, ‘আমার প্রেমিকা আমার সঙ্গে প্রতারণা করায় আমি ২৫,০০০ টাকা পেয়েছি। যখন আমাদের সম্পর্ক শুরু হয়, তখন আমরা একটি যৌথ অ্যাকাউন্টে মাসে মাস ৫০০ টাকা করে জমা দিয়েছিলাম। ঠিক করেছিলাম যে, আমাদের সম্পর্কের ক্ষেত্রে কেউ প্রতারিত হলে সে ওই অ্যাকাউন্টের সমস্ত টাকা পাবে। এটাই হল হার্টব্রেক ইন্স্যুরেন্স ফান্ড।” আরও একটি টুইটে তিনি দাবি করেছেন, কোনও মহিলার পক্ষে হার্টব্রেক ইন্স্যুরেন্স ফান্ডের সুবিধা পাওয়া সম্ভব নয়। কারণ, “এই নীতি শুধুমাত্র অনুগত প্রেমিকদের জন্য।’ 

আরও পড়ুন: Civic Volunteer ।  সিভিক কর্মীদের স্কুলে পড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ বাম শিক্ষকদের

বলা বাহুল্য, এখনও পর্যন্ত কোনও ব্যাঙ্ক বা আর্থিক সংস্থা এমন কোনও বিমার সুবিধা দেয় না। কিন্তু এই হার্টব্রেক ইনস্যুরেন্স ফান্ড-এর অনন্য ধারণা নেটিজেনদের মধ্যে দারুণ জনপ্রিয় হয়েছে। 

RELATED ARTICLES

Most Popular