
নয়াদিল্লি: প্রতিটি নির্বাচনের সময়েই ইভিএমে (EVM) কারচুপি নিয়ে সরব হয় কোনও না কোনও পক্ষ। ইভিএম নিয়ে আশঙ্কা প্রকাশ করে সুপ্রিম কোর্ট (Supreme Court), নির্বাচন কমিশন (ECI) এমনকী নরেন্দ্র মোদি সরকারের (Narendra Modi Government) দ্বারস্থ হয়েছিল অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস, সংক্ষেপে এডিআর (ADR)। এবার এই সংস্থাই এমন রিপোর্ট পেশ করেছে যা শুনলে চোখ কপালে উঠতে বাধ্য।
এডিআর হল এক অরাজনৈতিক, নিরপেক্ষ, অলাভজনক সংস্থা যারা দেশের নির্বাচন এবং সংস্কার নিয়ে ২৫ বছর ধরে কাজ করে চলেছে। এই সংস্থা জানাচ্ছে, বহু লোকসভা কেন্দ্রে যে পরিমাণ ভোট আদতে পড়েছে, সেই সংখ্যার থেকে আলাদা ভোট গণনা করা হয়েছে। কোথাও তা বেশি, কোথাও কম। রিপোর্ট বলছে, ৩৬২টি আসনে যত ভোট পড়েছিল তার থেকে ৫ লক্ষ ৫৪ হাজার ৮৯৮ ভোট কম গোনা হয়েছে। আবার ১৭৬টি আসনে ৩৫ হাজার ৯৩ ভোট বেশি গোনা হয়েছে।
আরও পড়ুন: চক্রব্যূহের জের, রাহুলের উপর চড়াও হবে ইডি!
২০১৯ লোকসভা নির্বাচনেও এমন গরমিলের হিসেব দিয়েছে এডিআর। সেবার ৫৪২ আসনের মধ্যে ৩৪৭ আসনে অসঙ্গতির কথা জানিয়েছে সংস্থাটি। অসঙ্গতি ছিল না ১৯৭টি আসনে। এডিআর জানিয়েছে, ২০১৯-এ গরমিল সবথেকে কম এক ভোট থেকে ১,০১,৩২৩ ভোটের হয়েছিল।
দেখুন অন্য খবর: