নয়াদিল্লি: এবার বোমাতঙ্ক দিল্লির বহু স্কুলে। বুধবার ইমেল মারফত ওই স্কুলগুলি বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এই হুমকি মেল পাওয়ার পরই স্কুলগুলিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইতিমধ্যে স্কুল চত্বরগুলি খালি করে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে বম্ব স্কোয়াড এবং দিল্লি দমকল বাহিনী। পুরো ঘটনায় তদন্তে নেমেছে দিল্লি পুলিশ।
পুলিশ সূত্রের খবর, চাণক্যপুরীর সংস্কৃতি স্কুল, ময়ূরবিহারের মাদার মেরি স্কুল, দ্বারকার দিল্লি পাবলিক স্কুল-সহ কমপক্ষে ৫০টি স্কুলে এই বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। মাদার মেরি স্কুলে পরীক্ষা চলছিল। এই হুমকি মেল পাওয়ার পর পরীক্ষা বন্ধ করে স্কুল খালি করে দেওয়া হয়েছে। বোমা খুঁজে বার করতে ঘটনাস্থলে পৌঁছেছে বম্ব স্কোয়াড। পরে দমকল বাহিনীকেও খবর দেওয়া হয়। তবে এখনও পর্যন্ত কোনও স্কুলেই বোমা খুঁজে পাওয়া যায়নি বলে খবর।
আরও পড়ুন: পতঞ্জলি মামলায় সুপ্রিম কোর্টের সমালোচনা ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের
স্কুল কর্তৃপক্ষের তরফে ইতিমধ্যেই অভিভাবকদেরও খবর দিয়ে পড়ুয়াদের বাড়ি ফেরত পাঠানোর কথা জানানো হয়েছে। পড়ুয়াদের ফিরিয়ে নিয়ে যেতে স্কুলগুলির বাইরে ভিড় জমিয়েছেন আতঙ্কিত অভিভাবকেরা।
দেখুন আরও অন্যান্য খবর: