skip to content
Friday, July 5, 2024

skip to content
Homeদেশলখিমপুরে ১৪৪ ধারা, লখনউ বিমানবন্দরে কংগ্রেসী মুখ্যমন্ত্রী-উপমুখ্যমন্ত্রীর উড়ান নামতে বাধা

লখিমপুরে ১৪৪ ধারা, লখনউ বিমানবন্দরে কংগ্রেসী মুখ্যমন্ত্রী-উপমুখ্যমন্ত্রীর উড়ান নামতে বাধা

Follow Us :

লখনউ: লখিমপুর খেরিতে প্রিয়াঙ্কা গান্ধীকে (Priyanka Gandhi) আটকানোর পর এবার পালা কংগ্রেসের (Congress) মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী৷ নজিরবিহীনভাবে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী এবং পঞ্জাবের উপমুখ্যমন্ত্রীর উড়ান লখনউ বিমানবন্দরে (Lucknow Airport) নামার অনুমতি দিল না যোগী প্রশাসন৷ লখনউ বিমানবন্দরকে চিঠি লিখে রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব এই নির্দেশ দিয়েছেন৷ চিঠিতে বলা হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

আরও পড়ুন: দোষীরা গ্রেফতার না হলে মৃতদেহ সৎকার নয়, টিকায়েতের হুমকির পর মন্ত্রী পুত্রের নামে FIR

সোমবার লখনউ যাওয়ার কথা ছিল ছত্তীসগড়ের (Chhattisgarh) মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল (Bhupesh Baghel) এবং পঞ্জাবের (Punjab) উপমুখ্যমন্ত্রী সুখজিন্দর এস রানধওয়ার (Sukhjinder S Randhawa)৷ কিন্তু যোগী সরকার তাঁদের বিমান নামার অনুমতি না দেওয়ায় কেউই আজ লখনউ যেতে পারেননি৷ এর পরই টুইটে ক্ষোভ উগরে দেন ছত্তীসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল৷ টুইটে হিন্দিতে লেখেন, উত্তরপ্রদেশ সরকার আমাকে রাজ্যে ঢুকতে না দেওয়ার ফরমান জারি করেছে৷ উত্তরপ্রদেশে কি নাগরিক অধিকার স্থগিত করা হয়েছে? লখিমপুরে ১৪৪ ধারা জারি থাকলে লখনউয়ে নামতে কেন বাধা দিল সরকার?

আরও পড়ুন: ‘তোমার সাহস দেখে ওরা ভয় পেয়েছে’, প্রিয়াঙ্কার প্রশংসায় রাহুল

সোমবার সকালে উত্তরপ্রদেশের অতিরিক্ত মুখ্যসচিব অবনীশ অবস্তী লখনউ বিমানবন্দর কর্তৃপক্ষকে চিঠি লিখে নজিরবিহীনভাবে ভূপেশ বাঘেল এবং সুখজিন্দর এস রানধওয়ার বিমান নামার অনুমতি দিতে বারণ করেন৷ উত্তরপ্রদেশ সরকারের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে কংগ্রেস৷ দলের তরফে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীকে ঢুকতে না দিয়ে ছত্তীসগড় এবং পঞ্জাবের মানুষকে অপমান করেছে যোগী সরকার৷ লখিমপুরের ১৪৪ ধারা জারির সঙ্গে লখনউয়ে তাঁদের বিমান নামার সঙ্গে কী সম্পর্ক রয়েছে? কিন্তু রাজ্যের বক্তব্য, বিমানবন্দরে নামার পর তাঁরা লখিমপুরেই যেতেন৷ ওখানে ১৪৪ ধারা জারি রয়েছে৷ তাছাড়া এখন লখিমপুরে রাজনৈতিক নেতাদের উপস্থিতি পরিবেশকে অশান্ত করে তুলতে পারে৷ সেই কারণেই তাঁদের বিমান অবতরণের অনুমতি দেওয়া হয়নি৷

RELATED ARTICLES

Most Popular