ধানবাদ: প্রণাম কেন করা হয়নি, সেই রাগে একাদশ শ্রেণির ছাত্রকে মারধর করলেন কংগ্রেস (Congress) নেতার ছেলে। এমনটাই অভিযোগ উঠেছে ঝাড়খণ্ডের (Jharkhand) ধানবাদের (Dhanbad) কংগ্রেস নেতা রণবিজয় সিংয়ের (Ranvijay Singh) ছেলে রণবীর সিংয়ের (Ranveer Singh) বিরুদ্ধে। এই ঘটনার এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি ডিজিটাল। অভিযোগ, ১৭ বছর বয়সি আকাশ সিংকে বন্দুকের বাঁট, লাঠিসোটা দিয়ে আঘাত করেছেন রণবীর এবং তাঁর সহযোগীরা। সঙ্গে চলেছে অশ্রাব্য গালিগালাজ।
ধানবাদের দিল্লি পাবলিক স্কুলের (Delhi Public School) ছাত্র আকাশ কোয়লা নগরে টিউশন পড়তে গিয়েছিল। পড়া সেরে এক বন্ধুর সঙ্গে দাঁড়িয়ে ছিল সে। এ সময় চার-পাঁচটা গাড়ি এসে তাকে ঘিরে ধরে। রণবীর আকাশকে প্রণাম করতে বললে সে অস্বীকার করে। এরপরেই শুরু গালিগালাজ।
আরও পড়ুন: দিল্লি আবগারি দুর্নীতিতে ৫ কোটি ঘুষ নিয়েছেন ইডির শীর্ষ এক অফিসার, এফআইআর করল সিবিআই
সংবাদমাধ্যমকে আকাশ জানিয়েছে, প্রণাম না করায় আকাশকে মারতে ইচ্ছে করছে বলে জানান রণবীর। এরপর মারধর শুরু হয়ে যায়। আকাশের অভিযোগ তাকে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। নামানো হয় কোনও এক মণ্ডল টি শপের সামনে। সেখানেও মারধর করা হয়। রণবীরের সঙ্গীরা ঘাড় ধরে আকাশকে রণবীরের পায়ের সামনে ফেলে। এরপর আকাশের ফোন কেড়ে নিয়ে তার বাবা বিক্রম সিংকে হুমকি দেওয়া হয়।
এরপর পুলিশের দ্বারস্থ আকাশের বাবা বিক্রম। রণবীর ও তার বন্ধু বিশাল সিং, আদিত্য সিং এবং অংশ সিংয়ের বিরুদ্ধে সরাইধেলা থানায় এফআইআর দায়ের হয়েছে। কংগ্রেস নেতা রণবিজয় সিংয়ের দাবি, ভাইরাল হওয়া ভিডিও ভুয়ো। তিনি তদন্তের দাবি করেছেন।