নয়াদিল্লি: ছোলে ভাটুরে বিক্রেতার বিরুদ্ধে উঠল সাইবার ক্রাইমের (Cyber Crime) অভিযোগ। মাত্র ১০৫ টাকা সন্দেহজনক লেনেদেনের কারণে ফ্রিজ করে দেওয়া হয়েছিল তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট। মানবিকতার খাতিরে তা অবিলম্বে খুলে দেওয়ার নির্দেশ দিল বিস্মিত দিল্লি হাইকোর্ট (Delhi High Court)। বিচারপতি মনোজ জৈনের (Justice Manoj Jain) অভিমত, সামান্য ওই অর্থের কারণে এমন ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার নির্দেশের ফলে তাঁর সুষ্ঠুভাবে, সম্মানের সঙ্গে বেঁচে থাকার অধিকারে হস্তক্ষেপ করা হয়েছে। এই পদক্ষেপ সরাসরি তাঁর মৌলিক অধিকারে হস্তক্ষেপ।
দিল্লির (Delhi) অশোক বিহার (Ashok Vihar) এলাকায় ছোলে ভাটুরে বিক্রি করে সংসার চালান আবেদনকারী। একটি ব্যাঙ্কে তাঁর সেভিংস অ্যাকাউন্ট রয়েছে। হঠাৎ এটিএম থেকে টাকা তুলতে না পেরে তিনি দৌড় লাগান ব্যাঙ্কে। ব্যাঙ্ক জানায়, অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁর অ্যাকাউন্টে ১০৫ টাকা পাঠিয়েছে। সেই টাকা সাইবার অপরাধের সঙ্গে যুক্ত। সেই সূত্রে তদন্তকারীর নির্দেশে অ্যাকাউন্টটি ফ্রিজ করা হয়েছে।
আরও পড়ুন: অমিত শাহ পাগল হয়ে গিয়েছেন, রাজনীতি ছেড়ে দিক: লালু
ফ্রিজ হওয়ার সময় আবেদনকারীর অ্যাকাউন্টে প্রায় ১,২০,০০০ টাকার ছিল। তাঁর দাবি, সাইবার অপরাধ কী বস্তু, তিনি জানেন না। এই ব্যাপারে তাঁকে কোনও নোটিস দেওয়া হয়নি। তাঁর ধারণা, কোনও ক্রেতা সম্ভবত ছোলে ভাটুরে খেয়ে অনলাইনে টাকা পাঠিয়েছেন। তিনি এক প্লেট ছোলে ভাটুরে ৩৫ টাকায় বিক্রি করেন। অর্থাৎ তিন প্লেটের দাম সম্ভবত একসঙ্গে অনলাইনে মেটানো হয়েছে।
আদালতের প্রশ্ন, তদন্তকারী যখন নির্দিষ্ট অঙ্কের হদিস পেয়েছেন, তখন কেন আবেদনকারীর জমানো অর্থ ফ্রিজ করা হল? এখনও পর্যন্ত তদন্তকারী এমন কোনও তথ্য দিতে পারেননি, যাতে মনে করা যেতে পারে এই ব্যক্তি কোনও সাইবার অপরাধ বা চক্রান্তের সঙ্গে জড়িত। আবেদনকারীকে নেহাতই নিরপরাধ মনে করায় কোন বাধা নেই।
দেখুন অন্য খবর: