Placeholder canvas
HomeScrollপ্রধানমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যে তথ্য, প্রিয়াঙ্কা গান্ধীকে নোটিশ কমিশনের

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যে তথ্য, প্রিয়াঙ্কা গান্ধীকে নোটিশ কমিশনের

নয়াদিল্লি: নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে মিথ্যে বলার অভিযোগে প্রিয়ঙ্কা গান্ধীকে নোটিস নির্বাচন কমিশনের। কমিশনের দাবি, প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে ভুল মন্তব্য করেছেন প্রিয়ঙ্কা। যাচাই না করেই ওই মন্তব্য করেছেন তিনি। নোটিসে উল্লেখ আগামী বৃহস্পতিবার এর মধ্যে এই বিষয়ে তাঁর জবাব দিতে হবে।

উল্লেখ্য, পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনকে ঘিরে দেশের রাজনীতি এখন সরগরম। মধ্যপ্রদেশের সানবেরে নির্বাচনী প্রচারে গিয়ে প্রিয়াঙ্কা দাবি করেন, ভারত হেভি ইলেক্ট্রিক্যালস লিমিটেড সংস্থাটি (BHEL) মোদি নিজের শিল্পপতি বন্ধুর হাতে তুলে দিচ্ছেন। তাঁর সেই মন্তব্যের জেরেই নোটিস পাঠিয়েছে কমিশন।

গত ১০ নভেম্বর প্রিয়ঙ্কার বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছিলেন বিজেপি নেতা হরদীপ সিংহ পুরি অনিল বালুনি এবং ওম পাঠক। রাষ্ট্রায়াত্ত সংস্থার বেসরকারিকরণ ঘটানোর প্রিয়ঙ্কা মিথ্যে এবং ভিত্তিহীন দাবি করছেন বলে অভিযোগ তোলেন তাঁরা। তার পরই প্রিয়ঙ্কাকে নোটিস ধরাল নির্বাচন কমিশন।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments