skip to content
Friday, July 5, 2024

skip to content
HomeScrollস্বামী বিবেকানন্দের রামকৃষ্ণ মঠ ও মিশন প্রতিষ্ঠা

স্বামী বিবেকানন্দের রামকৃষ্ণ মঠ ও মিশন প্রতিষ্ঠা

রামকৃষ্ণ মঠ ও মিশন প্রতিষ্ঠা

Follow Us :

১৮৯৭ সালে ১ মে কলকাতায় বিবেকানন্দ প্রতিষ্ঠা করেন ধর্ম প্রচারের জন্য সংগঠন রামকৃষ্ণ মঠ এবং সামাজিক কাজের জন্য সংগঠন রামকৃষ্ণ মিশন। এটি ছিল শিক্ষামূলক, সাংস্কৃতিক, চিকিৎসা সংক্রান্ত এবং দাতব্য কাজের মধ্য দিয়ে জনগণকে সাহায্য করার এক সামাজিক ও ধর্মীয় আন্দোলনের প্রারম্ভ। রামকৃষ্ণ মিশনের আদর্শের ভিত্তি হচ্ছে কর্ম যোগ। স্বামী বিবেকানন্দ দুটি মঠ প্রতিষ্ঠা করেন। একটি হল বেলুড় মঠ। সেটি রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কার্যালয় করা হয়ে ওঠে। অন্যটি হিমালয়ের মায়াবতীতে আলমোড়ার কাছে অদ্বৈত আশ্রম নামে পরিচিত।

আরও পড়ুন, স্বামীজীর স্মরণীয় কয়েকটি বাণী জেনে নিন

১৮৯৩ সালে ইয়েকোহামা থেকে শিকাগো যাত্রাকালে জাহাজে বিবেকানন্দের সঙ্গে আলাপ হয় জামশেদজি টাটার। কথায় কথায় স্বামীজি জামশেদজিকে একটি গবেষণা ও শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার প্রস্তাব দেন। তিনি সেই প্রস্তাব লুফে নেন। পরে ওই বিজ্ঞান ও গবেষণা প্রতিষ্ঠানের প্রধান হওয়ার অনুরোধ জানিয়ে বিবেকানন্দকে চিঠি দেন জামশেদজি। কিন্তু বিবেকানন্দ সেই অনুরোধ ফিরিয়ে দেন।

আরও অন্য খবর পড়ুন

RELATED ARTICLES

Most Popular