নিউইয়র্ক: পোপ ফ্রান্সিস (Pope Francis) সারোগেসিকে (Surrogacy) সারা বিশ্বে নিষিদ্ধ করার কথা বলেছেন। তারপরেই সারোগেসি নিয়ে আইনজীবীরা ক্ষোভ এবং হতাশার কথা জানিয়েছেন। প্রতিক্রিয়ায় তাঁরা জানিয়েছেন, পোপের এই বক্তব্য মহিলা এবং শিশুর মর্যাদা লঙ্ঘন করে। ন্যাশনাল ইনফার্টিলিটি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বারবারা কলুরা বলেন, আমি দুঃখের অনুভূতি অনুভব করছি। কারণ সারা বিশ্বে এমন কিছু মানুষ আছেন যারা সারোগেসির মাধ্যমে প্রেমের সঙ্গে পরিবার তৈরি করেছেন।
সোমবার তাঁর “বিশ্বের অবস্থা” বক্তৃতার সময়, ৮৭ বছর বয়সি ক্যাথলিক চার্চ নেতা সারোগেট মাতৃত্বকে “দুঃখজনক” বলে বর্ণনা করেছিলেন। তিনি বলেন, একটি শিশু সর্বদা একটি উপহার। এবং কখনওই একটি বাণিজ্যিক চুক্তির ভিত্তি নয়। ফলে আমি এই প্রথাকে সর্বজনীনভাবে নিষিদ্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রচেষ্টার জন্য আশা প্রকাশ করছি।
আরও পড়ুন: সেনায় নার্সিং পরিষেবায় পুরোপুরি মহিলা সংরক্ষণ খারিজ, রায় কর্নাটক হাইকোর্টের
সারোগেসির মাধ্যমে জন্ম নেওয়ার অনেক শিশুর অভিভাবক আইনজীবী এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। জুডিথ হোচেস্ট, ডেনভার-এলাকার বাসিন্দা।যাঁর ছেলে একজন সারোগেট মায়ের মাধ্যমে জন্মেছিল। তাঁরা বলেছেন পোন্টিফের বক্তব্য তাঁকে ক্যাথলিক এবং একজন মহিলা হিসাবে ক্রুদ্ধ করেছে।
তবে ক্যালিফোর্নিয়ার প্লেজেন্ট হিলে সেন্টার ফর বায়োএথিক্স অ্যান্ড কালচার নেটওয়ার্কের পক্ষ থেকে পোপের কথার প্রশংসা করেছেন। যারা দুই দশকেরও বেশি সময় ধরে সারোগেসির বিরুদ্ধে দাঁড়িয়েছে। ওই সংস্থার পক্ষে ক্যালি ফেল বলেন, সারোগেসি কখনোই সমাধান ছিল না। যদিও সংস্থাটি বাবা-মা হওয়ার আকাঙ্ক্ষার দম্পতিদের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। তিনি বলেন, শিশুরা কেনা বেচা করার জিনিস নয়।
আরও খবর দেখুন