বেঙ্গালুরু: বেঙ্গালুরুর (Bengaluru) ব্রুকফিল্ড এলাকার জনপ্রিয় রামেশ্বরম ক্যাফেটেরিয়ায় বিস্ফোরণে আহত হলেন চারজন। তাঁদের মধ্যে তিনজন ক্যাফের কর্মী এবং একজন ক্রেতা। চারজনের আঘাতই ছোটখাটো এবং প্রত্যেকেই বিপন্মুক্ত বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: মোদি-শাহ সহ ১০০ আসনে বিজেপির প্রার্থী চূড়ান্ত!
কারও প্রাণ না গেলেও কী থেকে বিস্ফোরণ তা নিয়ে রহস্য ঘনিয়েছে। প্রাথমিক রিপোর্ট বলছে, দুপুর ১টা নাগাদ বাক্সের মধ্যে থাকা কিছুর বিস্ফোরণ হয়। ক্যাফের মধ্যে এবং বাইরেও ছড়িয়ে পড়ে কালো ধোঁয়ার কুণ্ডলী। পুলিশ জানিয়েছে, ফরেনসিক দল (Forensic Team) ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে এবং পরীক্ষা-নিরীক্ষার পরেই জানা যাবে ঠিক কী থেকে বিস্ফোরণ ঘটেছিল।
আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব-১৩)
কর্নাটকের রাজ্যমন্ত্রী জি পরমেশ্বর (G Parameshwara) জানিয়েছেন, বিস্ফোরণ সিলিন্ডার ফেটে হয়েছে বলে মনে হচ্ছে না। ফরেনসিক পরীক্ষার পরেই সঠিক তথ্য জানা যাবে। মন্ত্রী এও জানিয়েছেন, আহতদের আঘাত গুরুতর নয়, তাঁদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এদিন রহস্যময় বিস্ফোরণের পর ক্যাফেটেরিয়া এলাকায় ভিড় জমে যায়। ফরেনসিক দল আসে, আসে বম্ব ডিসপোজাল ইউনিটও। পুলিশ ওই ক্যাফের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে।
দেখুন অন্য খবর: