skip to content
Friday, July 5, 2024

skip to content
Homeদেশশিষ্য খুনেও দোষী সাব্যস্ত স্বঘোষিত ‘গডম্যান’ গুরমিত রাম রহিম

শিষ্য খুনেও দোষী সাব্যস্ত স্বঘোষিত ‘গডম্যান’ গুরমিত রাম রহিম

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক : ডেরা প্রধান গুরমিত রাম রহিম সিংকে ২০০২ সালে রঞ্জিত সিংহ হত্যা মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে। গুরমিত রাম রহিম সিংহ ইতিমধ্যেই ধর্ষণের সাজা ভোগ করছেন। এর মধ্যেই পঞ্চকুলার বিশেষ সিবিআই আদালত এই হত্যা মামলায় রাম রহিম-সহ পাঁচজনকে দোষী সাব্যস্ত করেছে। আগামী ১২ অক্টোবর তাঁদের সাজা ঘোষণা করা হবে।

২০০২ সালে গুরমিত রাম রহিম সিংয়ের শিষ্য রঞ্জিত সিং খুন হয়। অভিযোগ, রঞ্জিত সিং গুরমিত রাম রহিম সিংয়ের কৃতকর্ম সম্পর্কে জানতে পেরেছিলেন। এরপর তিনি আশ্রম ছেড়ে চলে যান। এই ঘটনার পর ১০ জুলাই ২০০২ সালে রঞ্জিত খুন হন। ২০০৩ সালের ৩ ডিসেম্বর রঞ্জিত সিংহ হত্যা মামলায় এফআইআর দায়ের করা হয়। রঞ্জিত সিংয়ের ছেলে জগসীর সিং এই পিটিশন দায়ের করেন।

আরও পড়ুন – লখিমপুরের ঘটনার নিন্দা করার জন্যই আয়করের হানা, কেন্দ্রকে তোপ শরদের

এরপর মঙ্গলবার রঞ্জিত সিংয়ের ছেলে জগসীর সিং এই মামলা পাঞ্জাবের অন্য আদালতে স্থানান্তরিত করার আবেদন করেন। এই মামলা স্থানান্তর করার আগেই মামলার রায় দেয় আদালত। রায় অনুযায়ী, গুরমিত রাম রহিম সিং- সহ ৫ অভিযুক্তকে আইপিসির ৩০২ ধারার (হত্যার) অধীনে দোষী সাব্যস্ত করেছে আদালত। ১২ অক্টোবর তাঁদের সাজা ঘোষণা করা হবে।

আরও পড়ুন – মহারাষ্ট্রে প্রাণ সংশয়ের মুখে তিনি, দাবি আরিয়ান কাণ্ডে অভিযুক্ত বিজেপি নেতার

এই ঘটনায় রাম রহিম সিংয়ের সঙ্গেও হানিপ্রীতের নাম নেওয়া হয়েছে। হানিপ্রীত রাম রহিমের দত্তক কন্যা বলে জানা গিয়েছে। রাম রহিমের সমস্ত কৃতকর্মে হানিপ্রীত তাঁর সহযোগিতা করেছিলেন। হানিপ্রীতকে অক্টোবর ২০১৭ সালে গ্রেফতার করা হয়েছিল। এরপর ২০১৯ সালের নভেম্বরে জামিন পেয়েছিলেন।

RELATED ARTICLES

Most Popular