skip to content
Friday, July 5, 2024

skip to content
Homeদেশআঁচড় পড়লে পরিণাম হবে ভয়ঙ্কর, হুঙ্কার অভিষেকের

আঁচড় পড়লে পরিণাম হবে ভয়ঙ্কর, হুঙ্কার অভিষেকের

বিজেপি শাসিত রাজ্যের কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতি তুলে ধরবে তৃণমূল

Follow Us :

নয়াদিল্লি: মঙ্গলবার যন্তরমন্তরে বিক্ষোভ দেখাবে তৃণমূল (TMC)। তার আগে সোমবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) কঠোর অবস্থান নেওয়ার কথা জানালেন। কড়া ভাষায় বিজেপিকে (BJP) আক্রমণ করলেন। তিনি বললেন, মঙ্গলবার যন্তরমন্তরে তৃণমূলের কর্মসূচিতে যদি একজনের গায়েও আঁচর পড়ে তাহলে তার পরিণাম হবে ভয়ঙ্কর। বিজেপি যে ভাষা বোঝে সেই ভাষাতেই জবাব দিতে জানি। মঙ্গলবার দুপুরে ওই বিক্ষোভ কর্মসূচি হবে।  ১০০ দিনের কাজ এবং আবাস যোজনায় বাংলার প্রাপ্য আদায়ে দুদিন ধরে কর্মসূচি নিয়েছে তৃণমূল।

এদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক্স হ্যান্ডলে এদিন বিজেপিকে বিঁধে লেখা হয়েছে, মানুষের অধিকারের জন্য আমাদের কণ্ঠস্বর তুলে ধরাকে তামাশা বলে বর্ণনা করা হয়েছে। গান্ধী জয়ন্তীতে মানুষের উন্নতির জন্য শান্তিপূর্ণ ধরনা করছিলাম। বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার আমাদের চুপ করিয়ে দিতে চাইছে। আমরা লড়াই চালিয়ে যাব। এদিকে বাংলা থেকে ৫০ লাখ চিঠির পাশাপাশি বিজেপি শাসিত রাজ্যে কেন্দ্রীয় প্রকল্পগুলির দুর্নীতি তুলে ধরা হবে। অসম, গোয়া, ত্রিপুরা, মেঘালয়ের থেকে এধরনের চিঠি নিয়ে যাওয়া হবে। তৃণমূল সূত্রে এই খবর জানা গিয়েছে।

আরও পড়ুন: ১০০ দিনের কাজে দুর্নীতিতে সিবিআই তদন্তের দাবি বিজেপির

এদিন রাজঘাটে গান্ধীকে শ্রদ্ধা জানানোর পর ধরনায় বসেছিল তৃণমূল। সেখানে ধুন্ধুমার বাধে। দিল্লি পুলিশ লাঠি উঁচিয়ে ধরনা তুলে দেয়। তৃণমূল অভিযোগ তোলে শান্তিপূর্ণ ধরনায় ধাক্কা মেরেছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। মাঝপথে সাংবাদিক বৈঠক ছেড়ে বেরিয়ে যেতে হয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।

আরও খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular