skip to content
Friday, July 5, 2024

skip to content
Homeদেশদেশের প্রথম মহিলা প্রধান বিচারপতি হওয়ার দৌড়ে এগিয়ে বি ভি নাগারত্না

দেশের প্রথম মহিলা প্রধান বিচারপতি হওয়ার দৌড়ে এগিয়ে বি ভি নাগারত্না

Follow Us :

নয়াদিল্লি: প্রথম মহিলা প্রধান বিচারপতি পাওয়ার অপেক্ষায় ভারত৷ ২০২৭ সালে সুপ্রিম কোর্টের মহিলা বিচারপতি হওয়ার দৌড়ে এগিয়ে আছেন বিচারপতি বি ভি নাগারত্না৷ সেটা বাস্তবায়িত হলে ১৯৫০ সালে সুপ্রিম কোর্ট গঠিত হওয়ার পর এই প্রথম প্রধান বিচারপতির আসনে বসতে পারেন একজন মহিলা৷

গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের কলেজিয়াম ৯ জন বিচারপতিকে শীর্ষ আদালতের বিচারপতি হিসেবে নিয়োগে ছাড়পত্র দেয়৷ ওই ৯ জনের মধ্যে তিনজন মহিলা বিচারপতিও আছেন৷ তাঁরা হলেন, বিচারপতি বি ভি নাগারত্না৷ বর্তমানে তিনি কর্ণাটক হাইকোর্টের বিচারপতি৷ দ্বিতীয়জন হলেন, তেলেঙ্গানা হাইকোর্টের প্রধান বিচারপতি হিমা কোহলি৷ এবং তৃতীয়জন হলেন, বিচারপতি বেলা ত্রিবেদী৷ যিনি এখন গুজরাত হাইকোর্টের বিচারপতি৷

আরও পড়ুন: বিহারে ১১ দফার পঞ্চায়েত নির্বাচনে ফের নীতীশ তেজস্বীর টক্কর

বিচারপতি নাগারত্নার বাবা ইএস ভেঙ্কটারামিয়া সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন৷ ১৯৮৯ সালে ছ’মাসের জন্য তিনি ওই পদে বহাল ছিলেন৷ সুপ্রিম কোর্টের কলেজিয়াম এই তালিকা অনুমোদনের জন্য কেন্দ্রকে পাঠাবে৷ কেন্দ্র আপত্তি না জানালে বি ভি নাগারত্না হবেন দেশের প্রথম মহিলা প্রধান বিচারপতি৷

ভারতের স্বাধীনতার পর থেকে সুপ্রিম কোর্টে মহিলা বিচারপতির সংখ্যা তুলনায় অনেক কম দেখা গিয়েছে৷ সুপ্রিম কোর্ট গঠিত হওয়ার ৩৯ বছর পরে ১৯৮৯ সালে প্রথম মহিলা বিচারপতি হন এম ফাতিমা বিবি৷ ২০১৮ সালে সপ্তম মহিলা বিচারপতি হিসাবে ইন্দু মালহোত্রাকে নিয়োগ করা হয়৷ দেশের সর্বোচ্চ আদালতে মহিলা বিচারপতির সংখ্যা কম হওয়া নিয়ে বারবার আলোচনা হয়েছে৷ যে দেশে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি পদে মহিলারা দায়িত্ব সামলেছেন সেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে কেন মহিলা বিচারপতি নিয়োগ করা গেল না সেই প্রশ্ন উঠেছে বারবার৷ এমনকী প্রধান বিচারপতির পদ থেকে অবসর নেওয়ার পর বিচারপতি এস এ বোবদেও বলেছিলেন, ‘সময় এসেছে একজন মহিলা বিচারপতিকে দেশের প্রধান বিচারপতি হিসেব নিয়োগ করার৷’ অবশেষে সেই খরা দূর করতে চলেছেন বিচারপতি বি ভি নাগারত্না৷

RELATED ARTICLES

Most Popular