কলকাতা টিভি ওয়েব ডেস্ক: মালায়ালম চ্যানেল মিডিয়া ওয়ানের (MediaOne) আবেদন খারিজ করল কেরল হাইকোর্ট (Kerala High Court)। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রক (Union Ministry of Information)। ওই চ্যানেলের টেলিকাস্ট বন্ধ করার নির্দেশ জারি করেছিল এর আগে। তাদের লাইসেন্স নবীকরণের ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক (Ministry of Home Affairs) ছাড়পত্র দেয়নি বলে সম্প্রচারমন্ত্রক ওই নির্দেশ দেয়।
কেরল হাইকোর্টের বিচারপতি এন নাগারেশের পর্যবেক্ষণ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নথি খতিয়ে দেখা গিয়েছে তাদের ছাড়পত্র না দেওয়ার ব্যাপারে যথেষ্ট যুক্তি রয়েছে। গোয়েন্দা দফতরের এমন কিছু তথ্য স্বরাষ্ট্রমন্ত্রকের নথিতে রয়েছে যা তাদের নির্দেশের যাথার্থ প্রমাণ করে।
মিডিয়াওয়ান তথ্য সম্প্রচার মন্ত্রকের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে কেরল হাইকোর্টের দ্বারস্থ হয়। তারা ওই নির্দেশ বাতিলের আবেদন জানায় আদালতে। মঙ্গলবার ওই চ্যানেলের আবেদন খারিজ করে দিয়ে কেরল হাইকোর্ট তথ্য সম্প্রচার মন্ত্রকের নির্দেশকেই বহাল রাখল।
কেন্দ্রীয় সরকারের অ্যাসিস্ট্যান্ট সলিসিটর জেনারেল এস মনু আদালতে জানান, বেশ কিছু গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ওই চ্যানেলকে নিরাপত্তার ছাড়পত্র (security clearance ) দিতে অস্বীকার করে। ওই সব গোয়েন্দা রিপোর্ট অত্যন্ত গোপন এবং স্পর্শকাতর বলে দাবি অ্যাসিস্ট্যান্ট সলিসিটর জেনারেলের। তিনি জানান, জাতীয় নিরাপত্তার স্বার্থে এবং নীতিগত কারণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ছাড়পত্র না দেওয়ার কারণ জানাতে বাধ্য নয়।
আদালতে মনু আরও জানান, লাইসেন্স নবীকরণের ক্ষেত্রেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক নিরাপত্তার ছাড়পত্র বাধ্যতামূলক। তথ্য সম্প্রচার মন্ত্রক সমস্ত নথিপত্র খতিয়ে দেখেই সিদ্ধান্ত নিয়েছে।
আরও পড়ুন- Mamata Akhilesh: প্রথমে ক্ষমা চাও, তারপরে ভোট চাইবে, মোদিকে চ্যালেঞ্জ মমতার
আবেদনকারীর আইনজীবী এস শ্রীকুমার বলেন, চ্যানেলের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নজিরবিহীন এবং বেআইনি। এতে সংবাদমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। শ্রীকুমারের দাবি, নতুন চ্যানেলের ক্ষেত্রে সিকিউরিটি ক্লিয়ারেন্স প্রয়োজন হয়। তাঁর মক্কেল ২০১১ সালে আপলিঙ্কিং এবং ডিলিঙ্কিংয়ের জন্য কেন্দ্রের ছাড়পত্র পায়। ১০ বছরের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর চ্যানেল লাইসেন্স পুনর্নবীকরণের আবেদন করেছে। এক্ষেত্রে নতুন করে সিকিউরিটি ক্লিয়ারেন্সের প্রয়োজন পড়ে না।