Friday, July 4, 2025
HomeদেশLalu Prasad Yadav: গুরুতর অসুস্থ লালুপ্রসাদকে পাটনা থেকে আনা হল দিল্লিতে, ভর্তি...

Lalu Prasad Yadav: গুরুতর অসুস্থ লালুপ্রসাদকে পাটনা থেকে আনা হল দিল্লিতে, ভর্তি এইমসে

Follow Us :

নয়াদিল্লি: অসুস্থ আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবকে পাটনা থেকে দিল্লিতে নিয়ে আসা হল৷ বুধবার সন্ধ্যায় বিশেষ বিমানে প্রাক্তন রেলমন্ত্রীকে দিল্লি নিয়ে আসা হয়৷ দিল্লির এইমস-এ ভর্তি করানো হয় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে৷ গত দু’দিন ধরে পাটনার পারস হাসপাতালে ভর্তি লালু। রবিবার তিনি বাড়ির সিঁড়ি থেকে পড়ে যান। এরপর তাঁর শ্বাসকষ্ট শুরু হওয়ায়, সোমবার ভোর সাড়ে ৩টায় তাঁকে পারস হাসপাতালে ভর্তি করা হয়।

দলের মুখপাত্র চিত্তরঞ্জন গগন জানিয়েছে, লালু প্রসাদের চোট-আঘাতের খবর শুনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তেজস্বী যাদবকে ফোনে করেন। প্রাক্তন মুখ্যমন্ত্রীর সর্বশেষ শারীরিক পরিস্থিতির বিষয়ে তিনি জানতে চান। পাশাপাশি প্রাক্তন মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন। লালুর পরিবার সূত্রে খবর, এক্স-রে রিপোর্টে ধরা পড়ে তাঁর কাঁধের হাড় ভেঙেছে । পিঠেও ভালো মতো চোট পেয়েছেন। লালু প্রসাদের শারীরিক অবস্থার তেমন উন্নতি না হওয়ায় পরিবার তাঁকে দিল্লির এইমস-এ ভর্তি করার সিদ্ধান্ত নেয়।

অনেকদিন জটিল নানা রোগে ভুগছেন লালুপ্রসাদ যাদব৷ বিশেষত কিডনিতে তাঁর মারাত্মক সমস্যা রয়েছে৷ গত মাসে আদালত কিডনি প্রতিস্থাপনের জন্য লালুকে বিদেশ যাওয়ার অনুমতি দেয়৷ তাঁর পাসপোর্টও ফিরিয়ে দেয় আদালত৷ তবে, কিডনি প্রতিস্থাপনের দরকার পড়লে বিদেশের কোনও হাসপাতালে সেই অস্ত্রোপচার করাতে চাইছে আরজেডি প্রধানের পরিবার৷ এদিন তেজস্বী বলেন, ‘সেরকম পরিস্থিতি হলে তাঁকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে৷’ লালুর শারীরিক অবস্থার খোঁজ খবর নেওয়ার জন্য প্রধানমন্ত্রী মোদি, রাহুল গান্ধী ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের ধন্যবাদ জানান তেজস্বী৷

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39