ওয়েব ডেস্ক: কেন্দ্রের পক্ষ থেকে পেট্রল-ডিজিল (Petrol-Diesel) প্রতি লিটারে ২টাকা করে বাড়ল অন্তঃশুল্ক। সপ্তাহের শুরুর দিন, সোমবার কেন্দ্রের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে ঘোষণা করা হল পেট্রল-ডিজিল দাম বৃদ্ধির কথা।
উল্লেখ্য, সোমবার কলকাতায় লিটার প্রতি পেট্রলের দাম ছিল ১০৫.১ টাকা। তবে আজকে কেন্দ্রের এই সিদ্ধান্তের পর ৮ এপ্রিল থেকে লিটার প্রতি পেট্রলের দাম ২ টাকা করে বেড়ে যাবে। যার জেরে মঙ্গলবার থেকে পেট্রলের দাম ১০৭.১ টাকার বেশিও হতে পারে বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন: বিজেপির যুব মোর্চার অভিযান ধুন্ধুমার কাণ্ড, আটক লকেট চট্টোপাধ্যায়
সোমবার কলকাতায় পেট্রলের দাম ছিল ৯১.৮২ টাকা। তবে আগামীকাল থেকে আরও ২টাকা বেড়ে যাচ্ছে পেট্রল এবং ডিজেলের দাম।
পেট্রল ডিজিলের দাম নেহ্যাৎ কম নয়, কিন্তু তারপরেও কেন কেন্দ্রের পক্ষ থেকে বাড়তে চলেছে পেট্রল ডিজিলের দাম? তার ব্যাখা অবশ্য দেওয়া হয়নি কেন্দ্রের পক্ষ থেকে।
কিন্তু পেট্রলের দাম বৃদ্ধিতে কিছুটা হলেও ফের পকেট পুড়তে চলেছে আম জনতার। চিন্তার ভাঁজ প্রায় সকলের কপালেই।
দেখুন অন্য খবর