ওয়েব ডেস্ক: সন্দেহভাজন বেআইনি অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফেরত পাঠাতে অসম সরকারের (Assam Government) নীতিকে চ্যালেঞ্জ করে জনস্বার্থ মামলা (PIL) দায়ের হল গুয়াহাটি হাইকোর্টে (Guwahati High Court)। কাদেরকে বেছে বেছে তোলা হচ্ছে এবং বাংলাদেশে পাঠানো হচ্ছে, তাদের কাছে সেই তথ্য রয়েছে। এই দাবি করে মামলাকারী অল বিটিসি মাইনরিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের দাবি, অসম সরকারের এই নীতি সংবিধান বিরোধী।
ভারতের মাটি থেকে বাছাই করা ওই নাগরিকদের তুলে নিয়ে যাওয়ার পর কোন হদিশ মিলছে না। এমন ব্যক্তিদের একটি তালিকা জমা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মামলাকারী আইনজীবী। উল্লেখ্য, সুপ্রিম কোর্টে (Supreme Court) একই আবেদন করে ফেরত আসার পর হাইকোর্টে এই মামলা।
আরও পড়ুন: যোগীরাজ্যে অদ্ভুত ঘটনা! পুলিশকর্মীকে গুলি করে খুন স্কুল শিক্ষকের
দেশের পাশাপাশি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ওই নীতি অনুযায়ী যাদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে, তাদের আত্মপক্ষ সমর্থন বা ফরেনার্স ট্রাইব্যুনালে (Foreigners Tribunal) যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না। অথচ এই নীতি জাতীয় ও আন্তর্জাতিক আইন অনুযায়ী নয়। কিন্তু এই বছরের ৪ ফেব্রুয়ারি রাজুবালা দাস মামলায় সুপ্রিম কোর্ট ৬৩ জনকে বাংলাদেশে পাঠানোর যে নির্দেশ দেয়, স্রেফ সেই রায়কে কাজে লাগিয়ে এই পদক্ষেপ করে চলেছে রাজ্য সরকার, এমনটাই অভিযোগ মামলাকারীর।
দেখুন অন্য খবর: