Friday, August 8, 2025
HomeCurrent NewsModi-Swiss Bank: ‘কালা ধন’ বৃদ্ধিতে মোদির ভারত শিখর ছুঁল

Modi-Swiss Bank: ‘কালা ধন’ বৃদ্ধিতে মোদির ভারত শিখর ছুঁল

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: ‘কালা ধন’ বৃদ্ধিতে মোদি নেতৃত্বাধীন ভারত এবার শিখর ছুঁল। সুইস ব্যাঙ্কে ভারতীয়দের জমানো অর্থরাশি ৫০ শতাংশ বৃদ্ধি পেল। টাকার অঙ্কে যার পরিমাণ ৩০ হাজার কোটিরও বেশি। সুইস ব্যাঙ্কে ভারতীয়দের মোট জমানো টাকা পরপর ২ বছর বৃদ্ধি পেয়েছে। যা মোদি জমানার আগে অতীতে কখনও হয়নি। সুইৎজারল্যান্ডের ন্যাশনাল ব্যাঙ্কের (SNB) সাম্প্রতিকতম হিসেবে দেখা যাচ্ছে, ২০২১ সালে ভারতীয় ধনী, ব্যবসায়ী কিংবা সংস্থাগুলি যে পরিমাণ টাকা সেখানে জমা রেখেছে, তা সাড়ে ৩০ হাজার কোটি। ১৪ বছরের মধ্যে সুইস ব্যাঙ্কে টাকা জমানোর পরিমাণে যা সর্বোচ্চ।

২০২০ সালের শেষের দিকে এই পরিমাণটাই ছিল ২০ হাজার ৭০০ কোটির কাছে। ফলে পরপর দু-বছর সুইস ব্যাঙ্কে ভারতীয় টাকা জমার পরিমাণে বৃদ্ধি ঘটল। এর মধ্যে দু-বছর ঘাটা চলার পর ভারতীয়দের সেভিংস ও মেয়াদি জমার পরিমাণও বৃদ্ধি পেয়েছে ৪ হাজার ৮০০ কোটি টাকা। যা গত ৭ বছরে কখনও হয়নি।

আরও পড়ুন: Agnipath Protest: অগ্নিপথ আন্দোলনের আঁচ দিল্লিতে, গুরুগ্রামে ১৪৪ ধারা জারি

এসএনবি’কে দেওয়া সেদেশের ব্যাঙ্কগুলির সরকারি হিসেবেই এই পরিমাণ ভারতীয় অর্থ জমার কথা বলা হয়েছে। এর মধ্যে বহু বিতর্কিত ভারতীয় কালো টাকার কোনও উচ্চবাচ্য নেই। এমনকী তৃতীয় কোনও দেশের নাগরিক পরিচয়ে কোনও ভারতীয়, অনাবাসী ভারতীয় কিংবা অন্য কারও জমা রাখা টাকার হিসাব এর মধ্যে নেই।

সুইস কর্তৃপক্ষ অবশ্য বরাবরই বলে এসেছে, তাদের ব্যাঙ্কে গচ্ছিত ভারতীয়দের টাকা কোনওভাবেই কালো টাকা নয়। তারা ভারত সরকারের কালো টাকা বিরোধী পদক্ষেপে পাশে রয়েছে। ২০১৮ সালে দুই দেশের মধ্যে এ বিষয়ে একটি সমঝোতাও হয়। এরপরই ২০১৯ সালের সেপ্টেম্বরে ভারতীয় আয়কর বিভাগকে তারা সেদেশে গচ্ছিত সমস্ত টাকার হিসাব দেয়।

সুইস ব্যাঙ্কে বিদেশি গ্রাহকদের মধ্যে শীর্ষে রয়েছে ব্রিটেন এবং তারপরেই আমেরিকা। এই তালিকায় ভারতের স্থান ৪৪-এ। ভারতের নীচে রয়েছে পোল্যান্ড, দক্ষিণ কোরিয়া, সুইডেন, বাহরিন, ওমান, নিউজিল্যান্ড, নরওয়ে, মরিশাস, বাংলাদেশ, পাকিস্তান, হাঙ্গেরি এবং ফিনল্যান্ড।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Mamata Banerjee | ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবসে মুখ্যমন্ত্রী, কী বক্তব্য রাখছেন? দেখুন সরাসরি
01:15:11
Video thumbnail
Weather Update | সকাল থেকেই আকাশের মুখভার, বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি কোন কোন জেলায়?
02:07:00
Video thumbnail
Good Morning Kolkata | সকালের গুরুত্বপূর্ণ খবর, দেখুন একনজরে সরাসরি
03:54:19
Video thumbnail
Politics | বো/মা ফাটালেন রাহুল, এখন কী করবে ইলেকশন কমিশন?
06:12
Video thumbnail
Politics | আদালত অবমাননায় প্রিয়াঙ্কা বিজেপির নিশানায়
05:34
Video thumbnail
Politics | পুরনো ট্র‍্যাডিশন ভুলে গিয়ে, আসন ভাগ যোগ্যতা দিয়ে
04:25
Video thumbnail
Bangla Bolche | Krishanu Mitra | রাহুলের ব্যাখ্যায় TMC
02:22
Video thumbnail
Politics | কাছে টানতে মহিলা ও সংখ্যালঘু ভোটার, উপরাষ্ট্রপতি পদই হবে হাতিয়ার?
06:15
Video thumbnail
Bangla Bolche | Shankudeb Panda | স্বচ্ছ ভোটার বানাতে ভ/য় পাচ্ছে বিরোধীরা?
01:14
Video thumbnail
Bangla Bolche | Krishanu Mitra | বিজেপির দ্বিচারিতা সামনে?
00:46