Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরMedinipur: ডেবরায় মহিলার মাথা মুড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেফতার তিন

Medinipur: ডেবরায় মহিলার মাথা মুড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেফতার তিন

Follow Us :

মেদিনীপুর: ডেবরা থানার চকঅনন্ত গ্রামের তিন মোড়লকে গ্রেফতার করল পুলিস৷ বাড়ির বাইরে কাজ করতে যাওয়ার ‘অপরাধে’ গ্রামেরই এক বধূর মাথা মুড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন ওই মোড়লরা৷ পুলিস জানিয়েছে, ধৃতরা হলেন মালতি সিং, রুপালি সিং এবং বিশ্বনাথ সিং৷ সকলেই চকঅনন্ত গ্রামের বাসিন্দা৷ শুক্রবার তাঁদের মেদিনীপুর আদালতে তোলা হবে৷ এদিকে গৃহবধূর এখনও কোনও খোঁজ মেলেনি৷ গ্রামের মহিলারা তাঁর মাথা মুড়িয়ে দেওয়ার পর থেকেই উধাও হয়ে যান তিনি৷ পুলিস জানিয়েছে, সন্ধান চলছে৷ খুব তাড়াতাড়ি তাঁর খোঁজ পাওয়া যাবে৷

কাজ করতে বাড়ির বাইরে পা রাখার ‘অপরাধে’ মোড়লদের নির্দেশে এক গৃহবধূর মাথা মুড়িয়ে দিয়েছিলেন পাড়ার মহিলারা৷ তারপরই নিখোঁজ হয়ে যান ওই মহিলা৷ মেয়ের খোঁজ পেতে থানায় অভিযোগ জানান মা৷ তারপরই ঘটনার কথা জানাজানি হয়৷ বিভিন্ন সংবাদমাধ্যমে ওই খবর প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে পুলিস৷ তার ভিত্তিতে দু’জন মহিলা ও একজন পুরুষকে গ্রেফতার করে ডেবরা থানার পুলিস৷

জানা গিয়েছে, ১২ বছর আগে চকঅনন্ত গ্রামের সাগর সিংয়ের সঙ্গে বিয়ে হয় দাসপুরের ওই মহিলার৷ দম্পতির দুই সন্তান আছে৷ কিন্তু অভাব অনটনের সংসারে চারজনের পেট চালানোই মুশকিল হয়ে দাঁড়াচ্ছিল৷ তাই রোজগারের তাগিদে দুই সন্তানকে ঘরে রেখে কাজে বেরিয়ে পড়েন ওই গৃহবধূ৷ শুধুমাত্র এই কারণেই গ্রামের মোড়লদের রোষের মুখে পড়তে হয় তাঁকে৷ গ্রামে ফিরতেই ওই মহিলাকে প্রশ্ন করা হয়, কেন তিনি সন্তানদের ফেলে বাইরে গিয়েছিলেন? অভিযোগ, মহিলার কোনও কথা শুনতে চাননি মোড়লরা৷ তাঁরা মহিলার মাথা মুড়িয়ে দেওয়ার নির্দেশ দেন৷

মোড়লদের নির্দেশের পরই স্থানীয় কয়েকজন মহিলা জবরদস্তি ওই বধূর পা দড়ি দিয়ে বেঁধে মাথা মুড়িয়ে দেন৷ পাড়া অভিযোগ, প্রতিবেশীদের একাজে মদত দেন ওই মহিলার স্বামীও৷ এদিকে ঘটনার পর থেকেই উধাও তিনি৷ মনে করা হচ্ছে, লোকলজ্জার ভয়ে স্বামী-সন্তানদের ছেড়ে চলে গিয়েছেন ওই গৃহবধূ৷ বৃহস্পতিবার ডেবরা থানায় নিখোঁজ ডায়েরি করেন ওই গৃহবধূর মা৷

আরও পড়ুন: Swasthya Sathi Card: স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা জনতা পাচ্ছে কি না, দেখতে নজরদারি কমিটি

RELATED ARTICLES

Most Popular