প্রতাপগড়: অ্যাম্বুল্যান্সের সাইরেনের শব্দে কাঁচা ঘুম ভেঙে গিয়েছে ডাক্তারবাবুর। তাতেই বেজায় বিরক্ত প্রতাপগড়ের সরকারি হাসপাতালের ডাক্তার সুরেশ যাদব। অ্যাম্বুল্যান্স চালককে সেই কারণে শুনতে হল গালিগালাজ। বলা হল, ফের রাতে হাসপাতালে অ্যাম্বুল্যান্স নিয়ে ঢুকলে জুতো মেরে মুখ বদলে দেব। শুধু তাই নয়, ডাঃ যাদব জানিয়ে দেন, এই হাসপাতালে রাতে কোনও চিকিৎসা হয় না।
উত্তরপ্রদেশের প্রতাপগড়ের সেই সরকারি হাসপাতালের ধমকিবাজ ডাক্তারের গালিগালাজের ভিডিয়ো ভাইরাল হতে নড়েচড়ে বসে স্বাস্থ্য দফতর। সুরেশ যাদবকে তড়িঘড়ি বদলির নির্দেশ দেওয়া হয়েছে। সিএমওএইচ অরবিন্দ শ্রীবাস্তব এই নির্দেশ দেন।
এক দেহাতি যুবক তাঁর অসুস্থ বাচ্চাকে নিয়ে হাসপাতালে এসেছিলেন চিরিৎসার জন্য। সরকারি অ্যাম্বুল্যান্সে চেপেই ওই যুবক তাঁর স্ত্রী এবং বাচ্চাদের নিয়ে রাতে হাসপাতালে পৌঁছন অনেক আশা নিয়ে। কিন্তু সরকারি হাসপাতালে যে রাতে চিকিৎসা হয় না, এই বিস্ময়কর তথ্য জানা ছিল না ওই উদ্ভ্রান্ত যুবকের। সরকারি হাসপাতালে এসে যে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে, সে ধারণাও ছিল না তাঁর। অ্যাম্বুল্যান্স থেকে যুবকটি স্ত্রী এবং বাচ্চাদের নিয়ে নামার পরই ডাক্তারের তোপের মুখে পড়েন অ্যাম্বুল্যান্স চালক। বারমুডা ও টিশার্ট পরা সুরেশ যাদব চালককে হুমকি দিয়ে বলেন, এত রাতে অ্যাম্বুল্যান্স ঢুকিয়েছ কেন হাসপাতালে? জান না, রাতে এখানে রাতে চিকিৎসা হয় না? আর সাইরেন বাজাতে তোমায় কে বলেছে? এমন জুতোপেটা করব যে, চেহারা বদলে যাবে। পরে বাচ্চাটির চিকিৎসা না করেই ডাঃ যাদব হাসপাতালে ঢুকে যান। অসুস্থ বাচ্চা নিয়ে যুবকটি হাসপাতাল ছাড়েন।
আরও পড়ুন: Jhalda Murder CBI: ফের সিবিআই তলব ঝালদার আইসিকে, তড়িঘড়ি এলেন সঞ্জীব
গোটা ঘটনাটি কেউ মোবাইলে ভিডিয়ো করে রেখেছিল। সেটি ভাইরাল হতেই জেলা স্বাস্ব্য দফতরের টনক নড়ে। দ্রুত জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অরবিন্দ শ্রীবাস্তব সুরেশের বদলির নির্দেশ জারি করেন।