Tuesday, August 26, 2025
HomeScrollসাংবাদিক বৈঠকে রাহুল গান্ধী, দেখুন সরাসরি

সাংবাদিক বৈঠকে রাহুল গান্ধী, দেখুন সরাসরি

ওয়েবডেস্ক: পহেলগামে (Pahalgam) গণগত্যা শাস্তি চাই। ঠান্ডা মাথায় খুন। বহু মানুষ আহত হয়েছে। কি করে হয়েছে, কেমন করে হয়েছে, এই নিয়ে আমি কিছু কিছু প্রশ্ন করতে চাই না। কিন্তু যারা করেছে তার শাস্তি চাই। যারা করেছে তাদের জানিয়ে দেওয়া উচিত, এটা হিন্দুস্থানের সঙ্গে এই কাজ করা যাবে না। বিরোধীদের তরফ থেকে পূর্ণ সমর্থন রয়েছে। মোদিকে সরকারকে জোরদার পদক্ষেপ নিতে হবে। আজ এইভাবেই সাংবাদিক বৈঠক থেকে সরব হলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)।

পহেলগামের হত্যালীলা নিয়ে প্রথম থেকে সরব কংগ্রেস সাংস রাহুল গান্ধী। আগেই সর্বদলীয় বৈঠক থেকেই তিনি জানিয়ে দেন, কেন্দ্র সরকার যা পদক্ষেপ নেবে, বিরোধীরা তার সঙ্গে আছে। পহেলগাম হামলায় গোটা দেশকে একজোট হওয়ার বার্তা দিয়েছেন তিনি। কংগ্রেস (Congress) সাংসদ সন্ত্রাসবাদকে চিরতরে পরাজিত করার জন্য ঐক্যবদ্ধ হওয়ার কথাও বলেছেন। ঘটনার পর পর তিনি অনন্তনাগে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেন। সেইদিনের পরিস্থিতির কথাও জানতে চান। তাদের পাশে থাকার বার্তা দেন তিনি।

আরও পড়ুন: সেনাকে প্রত্যাঘাতে পূর্ণ ক্ষমতা, কী বলছে বিরোধী দল ?

এই আবহে পহেলগামে সন্ত্রাসী হামলায় নিহত শুভম দ্বিবেদীর বাড়িতে যান কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সেখানে গিয়ে কথা বলেন নিহতের স্ত্রী ও বাবার সঙ্গে। রাহুলকে আসতে দেখে কান্নায় ভেঙে পড়েন নিহত শুভম ত্রিবেদীর স্ত্রী ঐশ্বন্যা। তারপর রাহুলকে পুরো ঘটনার বিবরণ দেন ঐশ্বন্যা। বলেন, দীর্ঘ ৪৫ মিনিট যাবত সন্ত্রাসীরা তাদের কার্যকলাপ চালিয়েছে সে কথা জানান তিনি।  কিন্তু সেখানে কোনও সেনার দেখা পাওয়া যায়নি।

দেখুন ভিডিও-

 

 

 

Read More

Latest News