কলকাতা: বেকারত্বের (Unemployment) জেরে দেশের যুবসমাজ হতাশ এবং তাদের ভবিষ্যৎ অন্ধকারে এবং তার জন্য দায়ী বিজেপির শিক্ষা-বিরোধী মানসিকতা, এমনটাই মন্তব্য করলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, আইআইটি (IIT) থেকে পাশ করা ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রদের বেতন ২০২৪ সালে কমেছে, কারণ বিভিন্ন সংস্থা নতুন নিয়োগ করতে দেরি করছে। তার প্রেক্ষিতেই এই মন্তব্য করেছেন লোকসভার বিরোধী দলনেতা।
নিজের হোয়াটসঅ্যাপ চ্যানেলে রাহুল বলেন, “অর্থনৈতিক দুরবস্থার কুপ্রভাব আইআইটি-র মতো দেশের সবথেকে গৌরবজনক প্রতিষ্ঠানে পড়েছে। নিয়োগ কমে যাচ্ছে এবং বার্ষিক বেতন প্যাকেজ নীচে নেমে চলেছে যা দেশের যুব সম্প্রদায়ের ক্ষতি করছে। তারা এই মুহূর্তে বেকারত্বের চরম অবস্থার মুখোমুখি।”
আরও পড়ুন: ডিভোর্সি মুসলিম মহিলারাও খোরপোশের দাবি করতে পারবেন, রায় সুপ্রিম কোর্টের
কংগ্রেস নেতার দাবি, ২০২২ সালে আইআইটি পড়ুয়াদের ১৯ শতাংশ ক্যাম্পাস থেকে চাকরি পায়নি এবং এ বছর তা দ্বিগুণ, অর্থাৎ ৩৮ শতাংশ হয়েছে। রাহুল বলেন, “দেশের সবথেকে নামী শিক্ষা প্রতিষ্ঠানের যখন এই হাল তাহলে অন্যান্যদের কী অবস্থা।”
রাহুল আরও বলেন, “আজ যুবসমাজ বেকারত্বের জেরে হতাশ। বাবা-মায়েরা লক্ষ লক্ষ টাকা খরচ করে ছেলেমেয়েদের পড়াচ্ছেন, পড়াশোনার জন্য ছাত্রছাত্রীরা চড়া সুদে ঋণ নিতে বাধ্য হচ্ছে। তার পর চাকরি না পাওয়া কিংবা অতি সাধারণ আয় তাদের আর্থিক অবস্থা খারাপ করে দিচ্ছে।” রাহুলের মতে, এর জন্য দায়ী বিজেপির শিক্ষা-বিরোধী মানসিকতা। তাঁর প্রশ্ন, “পরিশ্রমী যুবসমাজকে এই অবস্থা থেকে টেনে তুলতে মোদি সরকারের কি কোনও পরিকল্পনা আছে?”
দেখুন অন্য খবর: