কুশমণ্ডি: কুশমণ্ডি ব্লকের কচড়া উচ্চ বিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় অগ্নিগর্ভ হয়ে উঠল বিদ্যালয় চত্বর। স্থানীয় বাসিন্দাদের রোষের মুখে পড়ে গণধোলাই খেলেন শিক্ষক। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছল কুশমণ্ডি থানার বিশাল পুলিশ বাহিনী।
দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডি ব্লকে কচড়া উচ্চ বিদ্যালয়ে বুধবার দুপুরে মিড ডে মিলের খাবার সময়ে সপ্তম শ্রেণির ছাত্র অভিজিৎ সরকার হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে দীর্ঘক্ষণ অসুস্থ অবস্থায় পড়ে থাকবার পর ছাত্রের মৃত্যু হয় বলে অভিযোগ। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অভিযোগ, অসুস্থ অবস্থায় দীর্ঘক্ষণ ছাত্রটি পড়ে থাকবার পরেও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা অসুস্থ ছাত্রকে কোনওরকম চিকিৎসার ব্যবস্থা করেনি। সম্পূর্ণ অমানবিকভাবে শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ে বসেছিলেন বলে অভিযোগ। দীর্ঘক্ষণ বিনা চিকিৎসায় পড়ে থাকবার কারণে ছাত্রের মৃত্যু ঘটেছে বলে দাবি মৃত ছাত্রের পরিবারের। এই ঘটনার জেরে রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা।
কচড়া উচ্চ বিদ্যালয় স্কুল কর্তৃপক্ষ গাফলতির অভিযোগে মৃত হয় বলে জানান কচড়া উচ্চ বিদ্যালয় ছাত্রছাত্রীরা ও গ্ৰামবাসীরা।স্কুলের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা। এর পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষকদের মোটর বাইক জ্বালিয়ে দেওয়া হয়।
এদিন ঘটনাস্থলে পৌঁছে কুশমণ্ডি থানার পুলিশ প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায়। তবে ছাত্র মৃত্যুর ঘটনায় স্কুল কর্তৃপক্ষ কঠোর শাস্তি দাবি করেছেন পরিবারের লোকজন।