skip to content
Friday, July 5, 2024

skip to content
HomeদেশUse of Masks declining: মাস্ক খুলে ফেলছে ভারত, করোনা নিয়ে ফের উদ্বেগ

Use of Masks declining: মাস্ক খুলে ফেলছে ভারত, করোনা নিয়ে ফের উদ্বেগ

Follow Us :

নয়াদিল্লি: করোনার দ্বিতীয় ঢেউয়ে (Use of Masks declining) দেশের স্বাস্থ্যব্যবস্থার কঙ্কালসার চেহারাটা প্রকাশ্যে চলে এসেছিল। অক্সিজেনের হাহাকার থেকে শুরু করে হাসপাতালে শয্যা সংকট একাধিক রাজ্যের চেনা ছবি হয়ে উঠেছিল। কিন্তু মানুষ কী আদৌ (Health Ministry) সচেতন হয়েছে? দ্বিতীয় ঢেউয়ের (Omicron) দাপট কমতেই ধীরে ধীরে মাস্ককে (Use of Masks declining) গুডবাই বলেছে দেশের নাগরিকদের একটা বড় অংশ। উৎসবের মরশুমে পুলিশি কড়াকড়ির জন্য মাস্ক পরার অভ্যাস কিছুটা (Omicron in India) বাড়লেও নভেম্বর-ডিসেম্বরে তা তলানিতে এসে ঠেকেছে।

ওমিক্রন আতঙ্কের মধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক শুক্রবার জুন এবং ডিসেম্বরের মধ্যে মাস্ক ব্যবহার ব্যাপক ভাবে কমে যাওয়ার বিষয়টি সামনে এনেছে। সংক্রমণ আটকাতে ভ্যাকসিনেশন ছাড়াও মাস্কের ব্যবহার আবশ্যক বলে জানিয়েছে মন্ত্রক। ওয়াশিংটনের ইনস্টিটিউট অফ হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভালুয়েশনের গবেষণার প্রসঙ্গ উল্লেখ করে নীতি আয়োগের সদস্য ভিকে পল বলেছেন, ‘জুন মাসে ৮০ শতাংশের বেশি মানুষ মাস্ক ব্যবহার করতেন। নভেম্বরে তা ৬০ শতাংশেরও নীচে নেমে এসেছে। জুলাই মাসে গ্রাফের পতন শুরু হয়েছে। ডিসেম্বর পর্যন্ত তা অব্যাহত রয়েছে।’

দ্বিতীয় ঢেউয়ের আগেও দেশবাসীর মধ্যে অসচেতনতার এই ছবি ধরা পরেছিল। তবে মার্চের শুরু থেকে ফের মাস্কের ব্যবহার বাড়তে শুরু করে। কিন্তু সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসতেই কমে যেতে থাকে মাস্কের ব্যবহার। ভারতের বেশ কয়েকটি রাজ্যে ইতিমধ্যেই থাবা বসিয়েছে ওমিক্রন। দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩০ ছাড়িয়েছে। ডেল্টার থেকে উচ্চ সংক্রামক এই ভ্যারিয়েন্টকে ঠেকাতে মাস্কের গুরুত্ব রয়েছে। এই পরিস্থিতিতে দেশবাসীর মধ্যে এহেন অসচেতনতার চিত্র দেখা দেওয়ায় স্বাস্থ্যমন্ত্রকের কর্তারা সিঁদুরে মেঘ দেখছেন।

আরও পড়ুন: Covid 19: করোনার তৃতীয় ঢেউ থেকে বাঁচতে এই নিয়মগুলো মেনে চলুন

মাস্ক ব্যবহারের গ্রাফে পতন

ভারতে মাস্ক ব্যবহার সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রকের একজন আধিকারিক বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (হু) ২০২০ সালের ডিসেম্বর থেকে কোভিডবিধি মেনে চলার ক্ষেত্রে শিথিলতার দিকে ইঙ্গিত করেছে। হু টিকা প্রদানের হার বৃদ্ধির সঙ্গে মাস্ক ব্যবহার এবং শারীরিক দূরত্ব বিষয়টি দেখিয়েছে। স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব লব আগরওয়াল বলেন, কোভিড-১৯ থেকে বাঁচতে ভ্যাকসিনেশনের ছাড়াও স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক ব্যবহারের প্রয়োজন রয়েছে। ভ্যাকসিনেশনের হার বাড়লেও মাস্ক ব্যবহারে অনীহা অত্যন্ত বিপজ্জজনক।

দুয়ারে ওমিক্রন কড়া নাড়লেও বালাই নেই মাস্কের
RELATED ARTICLES

Most Popular