skip to content
Friday, July 5, 2024

skip to content
HomeদেশMamata attacks Yogi: যোগী না, আসলে উনি ভোগী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ মমতার

Mamata attacks Yogi: যোগী না, আসলে উনি ভোগী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ মমতার

Follow Us :

কলকাতা: ‘বিরোধীদের ভোট দিলে উত্তরপ্রদেশ কেরল, পশ্চিমবঙ্গ, কাশ্মীরের মতো হয়ে যাবে।’ উত্তরপ্রদেশে প্রথম দফার ভোটের আগে এভাবেই বাংলাকে কটাক্ষ করেছিলেন যোগী আদিত্যনাথ। যোগীরাজ্যে দ্বিতীয় দফার ভোটের দিন পাল্টা বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার কথায়, ‘বাংলার সঙ্গে উন্নয়নে না পেরে কুৎসার পথে হাঁটছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। যোগী না, আসলে উনি ভোগী। ওনার রাজ্যে নারীরা নির্যাতিত হয়। কৃষকদের গাড়ি চাপা দিয়ে মারা হয়।’

মমতার কথায়, ‘বিধানসভা ভোটে উত্তরপ্রদেশে আমরা লড়ছি না। তবে লোকসভা ভোটে কয়েকটি আসনে লড়ব। অখিলেশের সঙ্গে কথা হয়েছে। এবার অখিলেশের ডাকে ওই রাজ্যে প্রচারে যাচ্ছিল। ৩ তারিখ বারাণসীতে প্রচারে যাব। উত্তরপ্রদেশকে বাঁচানোর ডাক দিয়েছি প্রচারে। কারণ উত্তরপ্রদেশ বাঁচলে দেশ বাঁচবে। ২০২৪-এর ভোটে বিজেপিকে হঠাতে গেলে ওদের উত্তরপ্রদেশ থেকে তাড়ানো প্রয়োজন। অখিলেশের সঙ্গে ভোটের প্রচারে গিয়ে সাধারণ মানুষের কাছে সেই বার্তাই তুলে ধরছি।’

উত্তরপ্রদেশের প্রথম দফার ভোটে ৫৮টি আসনের মধ্যে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি ৩৭টি আসনে জিতবে বলেও দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উন্নয়ন প্রসঙ্গে যোগীকে একহাত নেন তৃণমূল সুপ্রিমো। তাঁর কথায়, ‘উত্তরপ্রদেশে গণতন্ত্র বলে কোনও কিছু নেই। মহিলাদের কোনও নিরাপত্তা নেই। নারীদের উপর অত্যাচার করে জীবন্ত পুড়িয়ে মারা হয়। কৃষকদের বুকের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয় মন্ত্রীর ছেলে। উত্তরপ্রদেশে আইনের শাসন চলে না। কেউ কোনও বিচার পায় না।’

আরও পড়ুন: Yogi-Mamata: মমতার উন্নয়নে ভীত যোগী কুৎসা করছে, বলছে তৃণমূল

RELATED ARTICLES

Most Popular