skip to content
Monday, July 1, 2024

skip to content
Homeরাশিফলমেষ থেকে কর্কটের কেমন কাটবে আজকের দিন? জানুন রাশিফলে

মেষ থেকে কর্কটের কেমন কাটবে আজকের দিন? জানুন রাশিফলে

Follow Us :

কলকাতা: আজ আপনাকে কী কী মোকাবিলা চ্যালেঞ্জ করতে হতে পারে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? কী আছে আপনার ভাগ্যে? চন্দ্র আজ সূর্যের রাশি সিংহে বিচরণ করবে। আজ এন্দ্র যোগ, ব্রহ্ম যোগ ও মঘা নক্ষত্রের শুভ সংযোগ থাকবে। জ্যোতিষ অনুযায়ী এই শুভ সংযোগে কোনও কাজ করলে তা সফল হয়। জেনে নিন আজ মঙ্গলবার আপনার কেমন যাবে সারাদিন।

মেষ রাশি- মেষ রাশির জাতকরা বন্ধুদের সাহায্যে সমস্ত কাজ পূর্ণ করবেন। যার ফলে আপনার মান সম্মান বাড়বে। পরিবারের সদস্যদের সঙ্গে মিলে ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারেন। দীর্ঘদিন ধরে দাম্পত্য জীবনে কোনও বাধা চললে, তা সমাপ্ত হবে। সামাজিক কাজে অংশগ্রহণ করবেন।

বৃষ রাশি- বৃষ রাশির জাতকরা অর্থ ব্যয়ের আগে সঞ্চয়ের কথা চিন্তাভাবনা করুন। তা না-হলে ভবিষ্যতে বড়সড় সমস্য়ায় জড়াতে পারেন। কাজকর্মের দিক দিয়ে আজকের দিনটি অনুকূল। সরকারি চাকরিজীবীরা কোনও কাজ করার পরিকল্পনা করে থাকলে, তার জন্য সময় বের করতে পারবেন। ব্যবসায়ে লাভের সুযোগ পাবেন, যা আপনাকেই চিহ্নিত করতে হবে।

মিথুন রাশি- এই রাশির জাতকদের ব্যবসায়ে সতর্কতা অবলম্বন করতে হবে। আজ ভেবেচিন্তে ঝুঁকি নিন। কারণ সেই টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা কম। দিনের কিছু সময় দরিদ্রদের সেবায় কাটাবেন। এর ফলে মানসিক শান্তি লাভ করবেন। সন্তানের ভবিষ্যৎ সংক্রান্ত কোনও তথ্য পাবেন। সামাজিক মেলামেশা বাড়ায় আপনার জনপ্রিয়তা বাড়বে।

কর্কট রাশি- কর্কট রাশির জাতকদের জীবনসঙ্গী গত কিছু দিন ধরে ব্যস্ত থাকলে এবার নিজের কাজ সম্পন্ন করতে পারবেন। পারিবারিক অবসাদের সমাধান খুঁজতে সফল হবেন এই রাশির জাতক। মা-বাবার সেবায়ে সময় কাটাবেন। তাঁদের কাছ থেকে আশীর্বাদ নিয়ে কাজ পুরো করতে সফল হবেন। কর্মক্ষেত্রে বরিষ্ঠ আধিকারিকদের প্রশংসা লাভ করবেন এই রাশির জাতক।

সিংহ রাশি- এই রাশির জাতকরা একটি সময়ে একটি কাজ করলে পরিস্থিতি আপনার পক্ষে থাকবে। একই সঙ্গে একাধিক কাজ করলে চিন্তা বাড়বে। তাড়াহুড়োর কারণে কিছু কাজ নষ্ট করে দিতে পারেন। সন্ধ্যা নাগাদ উৎসাহজনক সংবাদ শুনতে পারবেন। সন্ধ্যা নাগাদ পরিবারের সদস্যদের সঙ্গে শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

কন্যা রাশি- কন্যা রাশির জাতকরা লটারিতে অর্থ লগ্নি করলে বড়সড় লাভ অর্জন করবেন। কাজের গতি বাড়ানোর জন্য কারও কাছ থেকে পরামর্শ নিতে পারেন। শ্বশুরবাড়ির কোনও সদস্য সমস্যায় থাকলে জীবনসঙ্গী আপনার পাশে থাকবে। ব্যবসায়ে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে।

তুলা রাশি- এই রাশির জাতকদের জন্য আজকের দিনটি খুব ভালো। কারণ আজ তাঁরা কোনও গুরুত্বপূর্ণ কাজ পেতে পারেন। এই কাজ আপনারা পূরণ করতে সফল হবেন। নিজের জন্য সময় বের করতে চাইবেন, কিন্তু তা সম্ভব হবে না। প্রেম জীবনে বাণী নিয়ন্ত্রণে রাখুন। তা না-হলে সঙ্গীর সঙ্গে তর্ক হতে পারে। আজ যে কাজ করবেন, তাতেই সাফল্য লাভ সম্ভব।

আরও পড়ুন: নভেম্বরে লক্ষ্মী লাভ ৫ রাশির ভাগ্যে

বৃশ্চিক রাশি- এই রাশির জাতকরা আজ কোনও নতুন ব্যবসা শুরু করবেন। কিন্তু তাতে ভাইয়ের পরামর্শের প্রয়োজন থাকবে না। রাজনৈতিক সম্পর্কের দ্বারা লাভান্বিত হবেন। ছাত্রছাত্রীরা নিজের অসম্পূর্ণ কাজ পূরণ করুন, তা না-হলে পরে সমস্যা দেখা দিতে পারে। কারও কাছ থেকে টাকা ধার চাইলে, তা সহজে পেয়ে যাবেন।

ধনু রাশি- ধনু রাশির জাতকরা কাছের বা দূরের যাত্রা করতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে রুক্ষ ব্যবহার করবেন না। তা না-হলে তাঁরা রেগে যেতে পারেন। ব্যয় নিয়ন্ত্রণ করার পাশাপাশি আয় বৃদ্ধির পথ খুঁজতে শুরু করুন। সন্ধ্যা নাগাদ সন্তানের কাছ থেকে সুসংবাদ পাবেন, এর ফলে আপনাদের মন সন্তুষ্ট হবে।

মকর রাশি- এই রাশির জাতকদের অংশীদারীর ব্যবসা করার জন্য সময় ভালো, তবে তাঁদের চিহ্নিত করে যোগাযোগ বৃদ্ধি করুন। তা না-হলে তাঁরা আপনার মান-প্রতিষ্ঠা নষ্ট করে দেবে। নিজের পুরনো বাড়ি ও দোকান বিক্রির পরিকল্পনা করতে পারেন। আবার কোনও পুরনো ঋণ থাকলে, তা শোধ করার সুযোগ পাবেন।

কুম্ভ রাশি- কুম্ভ রাশির জাতকরা ব্যবসার জন্য আয়ের নতুন উৎস বিকশিত করবেন। নতুন কিছু পরিকল্পনা কার্যকরী করতে পারবেন এই রাশির জাতক। এর ফলে ভবিষ্যতে অত্যধিক লাভ হবে। সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। সন্ধ্যা নাগাদ নিজের কোনও আত্মীয়ের বাড়ি যেতে পারেন।

মীন রাশি- যে সমস্ত জাতকরা রোজগারের উদ্দেশে কাজ করছেন যাঁরা, তাঁরা এমন কোনও সুযোগ পাবেন, যে বিষয়ে তাঁরা কখনও চিন্তাও করেনি। ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সতর্ক থাকতে হবে। পরিবারের সদস্যদের সঙ্গে বাইরে ঘুরতে যাবেন। হারিয়ে যাওয়া টাকাও ফিরে পাবেন। অনৈতিক গতিবিধি থেকে দূরে থাকুন।

(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। কলকাতা টিভি অনলাইন এটি নিশ্চিত করে না।)

দেখুন আরও অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular