রাশিফল: হিন্দুধর্মে শুক্রবার হল মা লক্ষ্মীর প্রিয় দিন। আজ ৬ সেপ্টেম্বর ২০২৪ শুক্রবার, বৈদিক পঞ্জিকা অনুসারে ভাদ্র মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি। জ্যোতিষ গণনা অনুসারে আজ রবি যোগ ও ব্রহ্ম যোগের পাশাপাশি থাকবে হস্ত নক্ষত্র ও চিত্রা নক্ষত্রের প্রভাব। এছাড়া আজ পালিত হবে বরাহ জয়ন্তী, পুরাণ অনুসারে এই দিনেই বরাহ অবতারে আবির্ভূত হয়েছিলেন শ্রীবিষ্ণু। এই সব শুভ যোগের প্রভাবে আজকের দিনটি বিশেষ মাহাত্ম্যপূর্ণ হতে চলেছে ৫ রাশির জাতকের-
মিথুন রাশি: গুরু পুষ্য যোগে আজকের দিনটি দারুণ হতে চলেছে মিথুন রাশির জাতকদের জন্য। সব কাজেই পজিটিভ ফলাফল পাবেন। আটকে থাকা টাকা আজ ফেরত পেতে পারেন। দিনান্তে ভালো খবর পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য শুভ দিন।
কন্যা রাশি: বরাহ জয়ন্তীতে আজ মানসিক শান্তি লাভ করবেন কন্যা রাশির জাতকরা। ধৈর্য্য ধরে সমস্যার সমাধান করুন। নতুন কোনও সম্পত্তি কেনার ক্ষেত্রে শুভ দিন। প্রেম জীবন ভালো কাটবে।
বৃশ্চিক রাশি: দিনটি নানা দিক থেকে শুভ হতে চলেছে বৃশ্চিক রাশির জাতকদের জন্য। সূর্যদেবের কৃপায় সব কাজেই উন্নতি করতে পারবেন। আটকে থাকা কাজ আজ সম্পূর্ণ হতে পারে। অতিরিক্ত বিলাসিতা থেকে সচেতন থাকুন।
কুম্ভ রাশি: দিনটি সব দিক থেকে সুখের হতে চলেছে কুম্ভ রাশির জাতকদের জন্য। রবি যোগের প্রভাবে আয় ও সঞ্চয় বাড়বে। সব কাজেই পরিবারকে পাশে পাবেন। ব্যবসায় অতিরিক্ত লাভের যোগ আছে।
মীন রাশি: আজ সূর্যদেবতার কৃপায় কেরিয়ারে বিশেষ কোনও উন্নতি হবে মীন রাশির জাতকদের। কর্মক্ষেত্রে খ্যাতি বাড়বে। পরিবারেও সুখ ও শান্তির পরিবেশ বজায় থাকবে। বিশেষ কোনও সুখবর পাবেন।
আরও খবর দেখুন