নয়া দিল্লি: ২০২৪ সাল শেষ, বলা যায় সময়ের অপেক্ষা। তার পরেই ২০২৫ সালকে বরণ করে নেবে দেশবাসী। জানুয়ারি মাসের শুরুতেই ২৬ শে জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস (Republic day)। উদযাপন করা হবে দেশে।
২০২৫ সালের প্রজাতন্ত্র দিবসের থিম রাখা হয়েছে ‘ স্বর্ণিম ভারত, বিরাসত ও বিকাশ’(Swarnim Bharat: Virasat aur Vikas)। এই থিম ভারতের ঐতিহ্য, বিকাশ ও অগ্রগতিকে তুলে ধরবে। কেন্দ্র সরকার সমস্ত মন্ত্রক, রাজ্য সরকার, কেন্দ্র শাসিত অঞ্চলগুলিতে থিমের আদলে ট্যাবলো সাজানোর নির্দেশ দিয়েছে।
সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই ট্যাবলোগুলিতে স্থানীয় শিল্পীরা তাঁদের নৈপূণ্য ও দক্ষতা ফুটিয়ে তুলবেন। এই থিমগুলিতে লোক নৃত্য, ধ্রুপদী নৃত্য, ঐতিহ্যবাহী পোশাক, যন্ত্রসংগীত প্রাধ্যন্য পাবে।
ট্যাবলোগুলিকে অবশ্যই পরিবেশবান্ধব হতে হবে, তাই ট্যাবলো নির্মাণে সর্বোচ্চ মানের সামগ্রী ব্যবহার করতে হবে। স্পষ্টভাবে নির্দেশিকায় জানানো হয়েছে প্লাস্টিক বা প্লাস্টিক ভিত্তিক পণ্য নিষিদ্ধ।
ট্যাবলোগুলিকে এমনভাবে তৈরি করতে হবে যেন সেটি মানুষের দৃষ্টি আকর্ষণ করে, কখনই যেন সেটি প্রযুক্তি নির্ভর না হয়। একঘেয়ে নকশা এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রকের একটি বিশেষজ্ঞ কমিটি দ্বারা বৈঠকের মাধ্যমে প্রস্তাবিত সিদ্ধান্ত মূল্যায়ন করা হবে।
সূত্রের খবর, সমস্ত মন্ত্রকই থিমের জন্য প্রস্তুত হচ্ছে। রেলওয়ের তরফে চেনাব সেতুকে নিয়ে ট্যাবলো তৈরির সম্ভাবনা আছে।
উল্লেখ্য, ২০২৪ সালের থিম ছিল ‘বিকশিত ভারত’ (উন্নত ভারত) এবং ‘ভারত-লোকতন্ত্র কি মাতৃকা’ (ভারত – গণতন্ত্রের জননী)।