skip to content
Friday, October 4, 2024

skip to content
HomeScrollমহালয়ার ভোর থেকেই বৃষ্টি, ভাসবে কলকাতা থেকে জেলা
Rain Forecast

মহালয়ার ভোর থেকেই বৃষ্টি, ভাসবে কলকাতা থেকে জেলা

মহালয়ায় দুর্যোগের আশঙ্কা, বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায়

Follow Us :

কলকাতা: মহালয়ার (Mohalaya) ভোর থেকে শুরু হল বৃষ্টি। বুধবার দুই বঙ্গে দিনভর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির (Rain Forecast) পূর্বাভাস হাওয়া অফিসের। দক্ষিণবঙ্গের ১৫ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের ৬ জেলাতেও রয়েছে হলুদ সতর্কতা। আবহাওয়া দফতর সূত্রের খবর, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। তবে মহালয়ার দিন দক্ষিণের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনার রয়েছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ জেলায় জেলায় বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মহালয়া থেকে শুরু হয়ে গোটা পুজোতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে একাধিক জায়গায়।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী ২৪ ঘণ্টা আংশিক মেঘলা আকাশ থাকবে। হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মূলত আংশিক মেঘলা আকাশ থাকারই সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় থাকবে আদ্রতাজনিত অস্বস্তি। মহালয়ার দিন কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের ৯টি জেলায় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন: শহর থেকে জেলা, বৃষ্টি উপেক্ষা করেই মহালয়ায় ঘাটে ঘাটে চলছে পিতৃতর্পণ

পাশাপাশি গত সপ্তাহ থেকেই উত্তরবঙ্গের দার্জিলিং,জলপাইগুড়ি-সহ একাধিক জেলায় টানা ভারী বৃষ্টি হয়েই চলেছে। আজ থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং , জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে।

অন্য় খবর দেখুন

 

RELATED ARTICLES

Most Popular