জয়পুর: প্রবল বর্ষণের জেরে চাঞ্চল্য রাজস্থানের (Rajasthan) জয়পুরে (Jaipur)। রবিবার গভীর রাতে শহরের এক আবাসিক এলাকায় হঠাৎই একটি বহুতল বাড়ি ভেঙে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে অন্তত কয়েকজনের, আহত হয়েছেন আরও অনেকে।
স্থানীয় সূত্রে খবর, প্রবল বৃষ্টির কারণে বাড়ির ভিত নরম হয়ে গিয়েছিল। ফলে গভীর রাতে হঠাৎ ধসে পড়ে ভবনটির বড় অংশ। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন বহু মানুষ। সঙ্গে সঙ্গেই শুরু হয় উদ্ধারকাজ। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF) ও দমকলের কর্মীরা রাতভর অভিযান চালিয়ে একাধিক বাসিন্দাকে জীবিত উদ্ধার করেছেন।
আরও পড়ুন: মোদির মাকে অপমান! এবার সেটিকেই হাতিয়ার করছে বিজেপি
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মৃতের সংখ্যা বাড়তে পারে। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, পুরনো বাড়িগুলি দীর্ঘদিন ধরে অরক্ষিত অবস্থায় রয়েছে। সময়মতো সংস্কার বা মেরামতির ব্যবস্থা না থাকাতেই এই দুর্ঘটনা ঘটেছে।
জয়পুর প্রশাসন ইতিমধ্যেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে আর্থিক সহায়তার আশ্বাসও দেওয়া হয়েছে।
দেখুন আরও খবর: