দিল্লি: ভারতীয় সংবিধান রচনা কমিটির অন্যতম সদস্য ছিলেন বি আর আম্বেদকর (B R Ambedkar)। তাঁকে নিয়ে ‘ফ্যাশন’ মন্তব্য করে ইতিমধ্যে বিতর্কে জড়িয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এই নিয়ে প্রতিটি বিরোধী দল সরব হয়েছে। দেশের বিভিন্ন রাজ্যে শুরু হয়েছে বিক্ষোভ, আন্দোলন। এই চূড়ান্ত বিতর্কের মাঝেই অভিনব উপায়ে প্রতিবাদ জানালেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির (AAP) সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। বিধানসভা ভোটের আবহে দলিত পড়ুয়াদের জন্য নতুন বৃত্তির ঘোষণা করলেন তিনি। উল্লেখযোগ্য বিষয় হল, এই বৃত্তির (B R Ambedkar Scholarship) নামও তিনি রেখেছেন আম্বেদকরের নামে।
শনিবার কেজরিওয়াল জানান, সংসদে আম্বেদকরকে নিয়ে অমিত শাহর অসম্মানজনক মন্তব্যের প্রতিবাদে দলিত পড়ুয়াদের জন্য ‘ডক্টর আম্বেদকর সম্মান বৃত্তি প্রকল্প’ চালু করবে আপ সরকার। আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচনে যদি আম আদমি পার্টি ফের জিতে ক্ষমতায় আসে, তাহলে এই নতুন বৃত্তি প্রকল্প চালু করা হবে বলে জানান আপ প্রধান। এদিন একটি সভায় বক্তব্য রাখার সময় এই গুরুত্বপূর্ণ ঘোষণা করেন তিনি। কেজরি জানান, অর্থের অভাবে যাতে কোনও দলিত পড়ুয়াদের পড়াশোনা আটকে না যায়, সে দিকে নজর রাখবে দিল্লি সরকার।
আরও পড়ুন: কেজরির বিরুদ্ধে বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চালাতে পারবে ইডি, অনুমতি উপরাজ্যপালের
এদিনের সভামঞ্চ থেকে আপ প্রধান বলেন, বাবাসাহেব লন্ডনে পড়াশুনা করতে গিয়েছিলেন। কিন্তু অর্থের অভাবে তাঁকে বাধ্য হয়ে দেশে ফিরতে হয়। পরে আবার টাকা জোগাড় করে তিনি বিদেশ গিয়ে পড়াশুনা শেষ করেন। তবে দিল্লির কোনও পড়ুয়াকে এই সমস্যায় পড়তে হবে না বলে ঘোষণা করেন কেজরি। তারপরই স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করে কেজরিওয়াল বলেন, “স্বাধীন ভারতে কেউ কল্পনা করতেও পারেননি, সংসদে আম্বেদকরকে ব্যঙ্গ করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অসম্মানজনক মন্তব্যের জবাবে আমি এই প্রকল্পের ঘোষণা করছি।”
দেখুন আরও খবর: