কলকাতা: শুধুমাত্র দলের প্রতি আনুগত্য হয়েই চলবে না। পারফরম্যান্সই আসল। সাফ জানিয়ে দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৃহস্পতিবার অভিষেক জানান, কোনও নেতা কেমন কাজ করছেন, তাঁরা কতটা কার্যকরী হয়ে উঠেছেন, সাধারণ মানুষের কাছে কতটা গ্রহণযোগ্য, কতটা ছাপ ফেলতে পারছেন, সেটা বিবেচনা করা হবে। উপনির্বাচন মিটলেই রদবদল তৃণমূল কংগ্রেসে। সূত্রের খবর, সেই তালিকা ইতিমধ্যেই জমা পড়ে গিয়েছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে।
আরও পড়ুন: সুপ্রিম কোর্টে ন্যাশনাল টাস্ক ফোর্সের সুপারিশ পেশ
সূত্রের খবর, আনুমানিক ১২৫ টা মিউনিসিপ্যালিটি রদবদল হবে। মিউনিসিপ্যাল এলাকায় খারাপ ফল হয়েছে। ২০২৪-এর ফলাফলই হবে মাপকাঠির উপর ভিত্তি করেই এই সব পুরসভায় সেখানে কাউন্সিলর এবং সংশ্লিষ্ট চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এর ভূমিকা খতিয়ে দেখা হবে। বিভিন্ন জেলায় জেলা সভাপতি বদলের প্রস্তাব অভিষেক। তৃণমূলের মোট ৩৫টি সাংগঠনিক জেলা আছে। তার মধ্যে ১০-১২টিতে সভাপতি বদল করা হবে বলে জানা যাচ্ছে। অভিষেক এক্ষেত্রে, সে ক্ষেত্রে পারফর্ম্যান্স উপর জোর দিয়েছেন। দলের প্রতি আনুগত্যই নয়, কর্মদক্ষতাই শেষ কথা হবে।
অন্য খবর দেখুন