কলকাতা: ডায়মন্ড হারবারে তাঁর বিরুদ্ধে দায়ের ইলেকশন পিটিশনের জবাব দিতে পাল্টা হলফনামা জমা দেওয়ার আগে নথিতে সই করতে সোমবার হাইকোর্টে (High Court) যান তৃণমূলের (TMC) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন বেলা ১১টায় হাইকোর্টে যান তিনি। এর আগে, ডায়মন্ড হারবারে (Diamond Harbour) লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2025) পরাজিত বিজেপি (Bjp) প্রার্থী অভিজিৎ দাস ইলেকশন পিটিশন দাখিল করেছিলেন।
সূত্রের খবর, এদিন তৃণমূল নেতা কনভয় নিয়ে হাইকোর্টের F গেটে পৌঁছন। গাড়ি থেকে নেমে তিনি ওথ কমিশনারের অফিসে ঢুকে নথিতে সই করেন। তারপর বেরিয়ে যান।
আরও পড়ুন: ফের জীবনকৃষ্ণের বাড়িতে ইডি
গত বছর লোকসভা ভোটে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী অভিজিৎ দাসকে প্রায় ৭ লক্ষেরও বেশি ভোটে পরাজিত করে টানা তৃতীয়বারের মতো সাংসদ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে ওই ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে হাই কোর্টে মামলা দায়ের করেন অভিজিৎ দাস। তাঁর অভিযোগ, ওই নির্বাচনে ব্যাপক বুথ দখল ও ছাপ্পা ভোট হয়েছে, আর তার জেরেই তৃণমূল প্রার্থী এত বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন।
এই মামলায় আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য জানতে চেয়েছিল হাই কোর্ট। কিন্তু অভিযোগ, তিনি সেই নির্দেশ মানেননি। এরপর বিচারপতি তাঁকে জরিমানার সতর্কবার্তা দেন এবং নির্দেশ দেন আগামী ২৮ আগস্টের মধ্যে লিখিত আকারে নিজের বক্তব্য জমা দিতে হবে। অন্যথায় আদালত শুধুমাত্র একপক্ষের যুক্তির ভিত্তিতেই শুনানি চালিয়ে যাবে।
দেখুন আরও খবর: