ওয়েবডেস্ক: অভিযোগকারিণী (complainant) সমস্যা ডেকে এনেছেন। ঘটনার দায় তাঁর। অভিমত সহ কলেজ শিক্ষার্থীকে (College student) ধর্ষণে (Rape) অভিযুক্তকে জামিন এলাহাবাদ হাইকোর্টের (Allahabad High Court) । বান্ধবীদের সঙ্গে বারে গিয়ে অত্যধিক মদ্যপান। পরে ফলে বেহাল পরিস্থিতিতে অভিযুক্তের ঠিকানায় বিশ্রাম নিতে যেতে সম্মত হওয়ায় এক আত্মীয়ের ফ্ল্যাটে নিয়ে গিয়ে তাঁকে দুইবার ধর্ষণের অভিযোগ। যে অভিযুক্তের সঙ্গে পরিচয় হয়েছিল বারেই।
অভিযোগটিকে সত্য হিসেবে ধরে নিলেও আদালত মনে করে অভিযোগকারী নিজেই সমস্যা ডেকে এনেছেন এবং ঘটনার দায় তাঁর নিজের। মেডিকেল পরীক্ষা অনুযায়ী তাঁর সতীচ্ছদা ছিঁড়ে রয়েছে। কিন্তু সেটি যৌন নিগ্রহের ফলে কিনা ডাক্তার অভিমত দেননি। জামিনের আবেদন বিবেচনা করতে গিয়ে অভিমত বিচারপতি সঞ্জয় কুমার সিংয়ের।
আরও পড়ুন: মানুষের দাঁত ভয়ংকর অস্ত্র নয়: বোম্বে হাইকোর্ট
দর্শন স্নাতকোত্তরের (Master of Philosophy) এক শিক্ষার্থী (Student) হিসেবে অভিযোগকারীনির আপন আচরণ এবং নীতিবোধ সম্পর্কে যথেষ্ট ধারণা আছে বলে ধরে নিতে হবে। তাঁর নিজের বয়ান অনুযায়ী তিন বান্ধবীর সঙ্গে দিল্লির একটি বারে অত্যধিক মদ্যপানের (Drinking) ফলে তিনি কাহিল হয়ে পড়েন। রাত তিনটে অবধি সেখানে অবস্থান করেন। পরে অভিযুক্ত সাহায্য করতে চাইলে তার সাহায্য নেন। সেই মতো নয়ডাতে যাওয়ার কথা বলে গুরগাঁওতে অভিযুক্ত নিজের এক আত্মীয়ের বাড়িতে তাঁকে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। মন্তব্য আদালতের।
সব অভিযোগ যদি সত্যি বলে ধরেও নেওয়া হয় ঘটনাটিকে মোটেই ধর্ষণ বলা যাবে না। বরং সম্মতি সাপেক্ষে দুই পক্ষের সম্পর্ক স্থাপন বলা যেতে পারে। অথচ ২০২৪ সালের ডিসেম্বর থেকে অভিযুক্ত সংশোধনাগারে। যার বিরুদ্ধে অতীতে কোনও অপরাধের অভিযোগ নেই। দাবি অভিযুক্তের।
দেখুন অন্য খবর: