সামনেই দোল পূর্ণিমা। এই দিনটি বিশেষ ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হয়। দোল পূর্ণিমা (Dol Punima) রঙের উৎসব যা ভগবান কৃষ্ণের আরাধনায় (Worship of Lord Krishna) উদযাপন করা হয়। এই দিন সকলে রং, আবির দিয়ে সকলে আনন্দে মেতে ওঠে। এই দিন রাধা কৃষ্ণের পূজাঅর্চনা করা হয়।
বাংলা মানুষদের জন্য এই উৎসবের পালনের আর একটি কারণ হল, এই দিন চৈতন্য মহাভুর জন্মদিবস হিসেবে উদযাপন করা হয়। হিন্দু ধর্মের মানুষের কাছে এই দিনটি তাৎপর্যপূর্ণ। দোল পূর্ণিমার পর থেকেই এই তিন রাশির (Zodiac Sign) অভাবনীয় সাফল্য।
আরও পড়ুন: শনিদেবের উদয়ে ভাগ্য ঘুরবে চার রাশির! জেনে নিন আপনার রাশির আপডেট
কুম্ভ
এই রাশির জাতক জাতিকাদের জীবনে সাফল্য লাভ, সেটি যেকোনও ক্ষেত্রেই হতে পারে। বহু দিন ধরে আটকে থাকা কোনও কাজ সহজে সমাধান হবে। আত্মবিশ্বাসী হয়ে উঠবেন। ধর্মীয়ভাব দেখা দেবে। নিজের আত্মসমালোচনা করে নিজের জীবনে ইতিবাসন পরিবর্তন আনতে সক্ষম হবেন। পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো হবে। দীর্ঘ দিন ধরে অসফল হওয়া ইচ্ছা এবার পূরণ হতে পারে।
মকর
যদি চাকরি বদলের বিষয়ে ভাবেন, সম্ভব হতে পারে। আপনার করা কাজে আপনি খুবই সফল হতে পারেন। সমাজে আলাদা পরিচিতি তৈরি করতে পারেন। বাড়বে আত্মবিশ্বাস। মনের কোনও সুপ্ত বাসনা পূরণ হবে। মা লক্ষ্মীর কৃপায় আর্থিক সমস্যা থেকে পাবেন মুক্তি। কোনও রকমের ঋণ থাকলে, তা থেকেও পাবেন মুক্তি। মনের মতো জীবনসাথী খুঁজে পাবেন। বিদেশে চাকরির সুযোগ আসার প্রবল যোগ।
মিথুন
পরিবার বা বন্ধুর সঙ্গে কোথাও ধার্মিক যাত্রা বা ভ্রমণে যোগ। জাতক জাতিকারা সমস্ত ক্ষেত্রে সাফল্যলাভ। পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবেন। সন্তানের সঙ্গে চলা সমস্যা থেকে মুক্তি পাবেন। সন্তানের সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে। কোনও ভালো খবর পেতে পারেন। কেরিয়ারে সাফল্য লাভ। জীবনে খুশি, আনন্দতে ভরে উঠবে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।