রাঁচী: জেল থেকে বেরিয়ে ঝাড়খণ্ডে (Jharkhand) আসন্ন বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিলেন হেমন্ত সোরেন (Hemant Soren)। শনিবার তিনি জেএমএমের নেতাদের সঙ্গে বৈঠক করেন। হেমন্ত জানিয়েছেন, যে কোনও মূল্যে ঝাড়খণ্ডে বিধানসভা ভোটে জিততে মরিয়া হয়ে উঠেছে বিজেপি। তাই ওরা চক্রান্ত করছে। ঝাড়খণ্ডের মানুষ তার জবাব দেবেন।
বছরের শেষে ডিসেম্বরে ঝাড়খণ্ড বিধানসভায় নির্বাচন। এই বিষয়ে জেএমএম কংগ্রেসের জয়ের স্বপক্ষে হেমন্ত বলেন, মিথ্যা মামলায় ষড়যন্ত্র করে যাঁরা আমাকে জেলে পাঠিয়েছিলেন বিধানসভা ভোটে তাঁরা নিশ্চিহ্ন হয়ে যাবেন। উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি, ঝাড়খণ্ডে জমি দুর্নীতি সংক্রান্ত বেআইনি আর্থিক লেনদেনের মামলায় হেমন্তকে গ্রেফতার করেছিল ইডি। গ্রেফতারির আগে মুখ্যমন্ত্রিত্বে ইস্তফা দিয়েছিলেন তিনি।
আরও পড়ুন: হাওড়া, কলকাতায় ইডির অভিযান
আরও খবর দেখুন