skip to content
Wednesday, January 22, 2025
HomeScrollপঞ্জাবের ফিরোজপুর থেকে উদ্ধার পাক ড্রোন

পঞ্জাবের ফিরোজপুর থেকে উদ্ধার পাক ড্রোন

চলতি সপ্তাহেই পঞ্জাব পুলিশের সঙ্গে বিশেষ অভিযান চালায় বিএসএফ

Follow Us :

চন্ডিগড়: ফের উদ্ধার পাকিস্তানি ড্রোন (Pak Drone)। পঞ্জাবের (Punjab) ফিরোজপুর (Ferozepur) জেলার ভারত -পাকিস্তানের সীমান্তের কাছে একটি মাঠ থেকে একটি ড্রোন উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত ১০টা ১০ মিনিট নাগাদ ফিরোজপুরের মাবোকে গ্রামের কাছে ড্রোনটিকে উড়ে যেতে দেখেন বিএসএফ (BSF) জওয়ানরা। অবিলম্বে সেটিকে গুলি করে নীচে নামিয়ে আনা হয়। এরপর শনিবার সকালে বিএসএফ জওয়ানরা স্থানীয় রোহিল্লা হাজি গ্রাম থেকে আরও একটি ছোটো ড্রোন উদ্ধার করে।

এই প্রথম নয়। এর আগেও ড্রোনের মাধ্যমে সীমান্ত এলাকা থেকে অস্ত্র এবং মাদক পাচার করা হত। তবে বিএসএফের তৎপরতায় তা কখনও সফল হয়ে ওঠেনি। চলতি সপ্তাহেই পঞ্জাব পুলিশের সঙ্গে বিশেষ অভিযান চালায় বিএসএফ। অমৃতসর থেকে একটি পাকিস্তানি ড্রোন উদ্ধার করা হয়। আধিকারিকদের মতে, অমৃতসরের ধনোয়ে কালান গ্রামের সংলগ্ন কৃষিক্ষেত্র থেকে ড্রোনটি উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ড্রোনটি ছিল একটি কোয়াডকপ্টার (মডেল-ডিজেআই ম্যাভিক ৩ ক্লাসিক, চীনে তৈরি)।

দেখুন আরও অন্য খবর

RELATED ARTICLES

Most Popular