Friday, July 4, 2025
HomeScrollরাজ্যের সব কলেজের স্টুডেন্ট ইউনিয়ন রুম বন্ধের নির্দেশ হাইকোর্টের
Calcutta Hing Court

রাজ্যের সব কলেজের স্টুডেন্ট ইউনিয়ন রুম বন্ধের নির্দেশ হাইকোর্টের

আতসকাঁচের তলায় শাসক দলের ছাত্র সংগঠনের ভূমিকা

Follow Us :

কলকাতা: রাজ্যের সব কলেজ-বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ইউনিয়ন রুম (All Colleges Student Union Room Closure) বন্ধ রাখার নির্দেশ জারি করতে উচ্চ শিক্ষা দফতরকে নির্দেশ কলকাতা হাইকোর্টের (Calcutta Hing Court)। কসবায় গণধর্ষণের পর ঘটনার পর শাসক দলের ছাত্র সংগঠনের ভূমিকা আতসকাঁচের তলায়। এই ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূল ছাত্রনেতা। বহুকাল ধরে ছাত্র নির্বাচন হয়নি রাজ্যের কলেজগুলিতে। অথচ ইউনিয়ন রুম খোলা! এনিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। আর এবার সেই মামলায় ইউনিয়ন রুম বন্ধ রাখার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

বৃহস্পতিবার আইনজীবী আদালের দৃষ্টি আকর্ষণ করে আদালতে জানান,কলেজে কোনও নির্বাচিত ইউনিয়ন নেই। অথচ ইউনিয়ন চলছে, ইউনিয়ন রুমও খোলা থাকছে। রাজ্যের সব কলেজে ইউনিয়ন রুম বন্ধের নির্দেশ দেওয়ার আবেদন করেন। কারণ উচ্চ শিক্ষা দফতর আগের একটি মামলায় হলফনামা দিয়ে জানিয়েছে, রাজ্যের কোনও কলেজে স্টুডেন্ট ইউনিয়ন নির্বাচন হয়নি। ফলে স্টুডেন্ট কাউন্সিল নেই। তাই সব কলেজ ইউনিয়ন রুম খোলা থাকার কোনও কারণ নেই। সেই মামলায় ইউনিয়ন রুম বন্ধ রাখার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

আরও পড়ুন: কসবা কাণ্ডে মনোজিতের হুমকির অডিও ক্লিপ কলকাতা টিভির হাতে

বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাস দে র ডিভিশন বেঞ্চের নির্দেশ, যতদিন পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচন না হচ্ছে, ততদিন পর্যন্ত রাজ্যের সব কলেজের ইউনিয়ন রুম বন্ধ থাকবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। সব কলেজ, বিশ্ব বিদ্যালয়ের স্টুডেন্ট ইউনিয়ন রুম বন্ধ করে দিতে উচ্চ শিক্ষা দফতরকে নোটিস জারি করতে হবে। কর্তৃপক্ষ ওই রুম তালা বন্ধ করে রাখবে। কোনও রকম রিক্রিয়াশনের জন্য ওই রুম ব্যবহার করা যাবে না। জরুরি কোনো প্রয়োজন হলে বিশ্ব বিদ্যালযের রেজিস্ট্রারের কাছে যথাযথ কারণ জানিয়ে চিঠি দিয়ে আবেদন করতে হবে।

দেখুন ভিডিও

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39