কলকাতা: মধুর ভান্ডারকরের আইকনিক এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবি চাঁদনী বার (Chandni Bar)। বলিপাড়ায় কানপাতলে শোনা যাচ্ছে এবার নাকি চাঁদনি বারের সিকুয়েল (Chandni Bar Sequel) আসতে চলেছে। এনিয়ে পরিচালক বিশেষ বার্তা দিলেন।
আরও পড়ুন: কালো শাড়িতে অপরূপা শুভশ্রী গঙ্গোপাধ্যায়
২০০১ -এর জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবি ‘চাঁদনি বার’। মুম্বাইয়ের অপরাধজগতের অন্ধকারময় দিককে ছবির গল্পে তুলে ধরেন মধুর। ছবিতে মমতাজের ভূমিকায় তাব্বুর অভিনয় দর্শক মনের সাড়া জাগিছিল। এবার তৈরি হবে ‘চাঁদনি বার ২’। সেই খবরে কার্যত সিলমোহর দিলেন ‘দ্য কেরলা স্টোরিজ’ খ্যাত পরিচালক সুদীপ্ত সেন (Director Sudipto Sen)। তিনি মধুর ভাণ্ডারকর পরিচালিত ‘চাঁদনি বার’-এর স্বত্ত্ব কিনে নিয়েছেন। ১.৭৫ কোটি টাকায় স্বত্ত্ব কেনার বিষয়ে রফা হয়েছে। খুব তাড়াতাড়ি এই ছবির সিকুয়েলের কাজে হাত দেবেন পরিচালক। তাবু সিকোয়েলেও থাকবেন কিনা সেই বিষয়টিও এখনও পরিস্কার নয়।
অন্য খবর দেখুন