সিউড়ী: ফের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের (Birbhum Anganwadi Services) খাবারে টিকটিকি (Dead lizard)। খিচুড়ি খাওয়ার পর অসুস্থ হওয়ার আতঙ্কে হাসপাতালে ভর্তি শিশু সহ প্রায় ২০ জন । ঘটনায় চাঞ্চল্য খয়রাশোলের (Khoyrasol Birbhum) রানীপাথর এলাকায়। সূত্রের খবর, বুধবার খয়রাশোল ব্লকের রানীপাথর গ্রামের দাসপাড়া ৩৮ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়ি দেওয়া হয় স্থানীয় শিশু ও তাদের মায়েদের। মোট ১০০ জনের রান্না হলেও এদিন প্রায় ৫০ জনকে খিচুড়ি দেওয়ার পরেই খিচুড়ির মধ্যে মরা টিকটিকি দেখতে পাওয়া যায়। যে সমস্ত শিশু ও মাযেরা খিচুড়ি খেয়েছিলেন তারা অসুস্থ না হলেও আতঙ্কে ভর্তি হন খয়রাশোলের নাকড়াকোন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে । ইতিমধ্যেই শিশুসহ প্রায় ২০ জন ভর্তি হয়েছেন স্বাস্থ্যকেন্দ্রে। বারবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারে টিকটিক মেলায় স্বাস্থ্য সচেতনতা নিয়েও উঠছে প্রশ্ন।
শিশু, তাদের মা ও অন্তঃসত্ত্বাদের পুষ্টির ঘাটতি মেটাতে দেশের বিভিন্ন প্রান্তে খাবার দেওয়া হয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে। কিন্তু প্রায়শই সেই সব অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারের মান নিয়ে ওঠে প্রশ্ন। পাশাপাশি যে সব জায়গায় রান্না করা হয়, সেখানকরা স্বাস্থ্যবিধি নিয়েও একাধিকবার সরব হতে দেখা যায় স্থানীয়দের। তারপরও স্বাস্থ্যবিধিকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে রান্না। বিভিন্ন কেন্দ্রে খাবারে মিলছে টিকটিকি।
আরও পড়ুন: সরকারি জমি দখল করে তৃণমূলের কার্যালয়, উল্টোদিকে মদ বিক্রির অভিযোগ
বুধবার রানীপাথর গ্রামের দাসপাড়া ৩৮ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়ি দেওয়া হয় স্থানীয় শিশু ও তাদের মায়েদের। মোট ১০০ জনের রান্না হলেও এদিন প্রায় ৫০ জনকে খিচুড়ি দেওয়ার পরেই খিচুড়ির মধ্যে মরা টিকটিকি দেখতে পাওয়া যায়। এক শিশুকে খাবার খাওয়াতে গিয়ে খাবারের মধ্যে টিকটিকি দেখতে পান মা। আর এই ঘটনাতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। যে সমস্ত শিশু ও মাযেরা খিচুড়ি খেয়েছিলেন তারা অসুস্থ না হলেও আতঙ্কে ভর্তি হন খয়রাশোলের নাকড়াকোন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে । ইতিমধ্যেই শিশুসহ প্রায় ২০ জন ভর্তি হয়েছেন স্বাস্থ্যকেন্দ্রে ।
ঘটনার পর ব্লক তৃণমূল ও বিজেপি নেতৃত্ব স্বাস্থ্যকেন্দ্রে উপস্থিত হয়েছেন । অসুস্থদের হাসপাতালে নিয়ে জন্য দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা অ্যাম্বুলেন্স পাঠিয়েছেন। প্রসঙ্গত, বেশ কিছুদিন আগেই রাজনগরে বাসি খিচুড়ি খেয়ে মৃত্যু হয় তিনজনের, অসুস্থ হয়ে পড়েন আরও ২১ জন । তারপরে এই ঘটনা স্বাভাবিকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
আরও অন্য খবর দেখুন