Monday, November 24, 2025
HomeScrollশান্তিপুরে ‘জীবিত’ ভোটারের নাম নেই তালিকায়! উদ্বেগ
Shantipur

শান্তিপুরে ‘জীবিত’ ভোটারের নাম নেই তালিকায়! উদ্বেগ

কাঠগড়ায় নির্বাচন কমিশন, টেকনিক্যাল ফল্ট প্রতিক্রিয়া বিজেপির

রূপম রায়, নদিয়া- শান্তিপুরে (Shantipur) ‘জীবিত’ ভোটারের নাম তালিকা থেকে উধাও। বাড়ছে উদ্বেগ শাসক দলের বিজেপি এবং নির্বাচন কমিশনকে (Election Commission) কাঠগড়ায় দাঁড়িয়ে তীব্র কটাক্ষ, ঘটনা টেকনিক্যাল ফল্ট প্রতিক্রিয়া বিজেপির (Bjp)।

নদিয়ায় ভোটার তালিকা প্রকাশের পর একের পর এক জীবিত ভোটারকে ‘মৃত’ দেখিয়ে নাম ডিলিট হওয়ার ঘটনা সামনে আসছে।  অভিযোগ উঠেছে শান্তিপুর ব্লকের সাহেবডাঙ্গা এলাকার  বাসিন্ধা ৫৮ বছরের জাকির মন্ডলের ক্ষেত্রে। ২০০২ সাল থেকে নিয়মিত ভোট দিলেও ২০২৫ সালের সংশোধিত তালিকায় তাঁর নাম নেই। নির্বাচন কমিশনের পোর্টালেও তাঁর ভোটার কার্ডকে ‘not ফাউন্ট ’ দেখানো হচ্ছে।

হঠাৎ নিজের নাম উধাও দেখে হতবাক জাকির মন্ডল । তিনি জানান,  সুস্থ রয়েছেন এবং প্রতি বছর ভোট দেন। কীভাবে কিংবা কার আবেদনে তাঁর নাম মুছে গেল তা বুঝে উঠতে পারছেন না। ইনিউমারেশন ফর্ম না পাওয়ায় দুশ্চিন্তাও বেড়েছে। তবে স্থানীয় বিএলও বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। যদিও এই বিষয়ে শাসকদলের পক্ষ থেকে বিজেপি এবং নির্বাচন কমিশনকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। স্থানীয় পঞ্চায়েত প্রধান বীরেন মাহাতো জানিয়েছেন এগুলো বিজেপি এবং নির্বাচন কমিশনের যৌথ চক্রান্ত বিজেপি সংখ্যালঘুদের কে রোহিঙ্গা বানাতে গিয়ে বিভিন্ন কৌশলে তাদেরকে মৃত বানিয়ে অপদস্ত করার চেষ্টা করছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকাকালীন কোন বৈধ ভোটারের নাম বাদ যাবে না স্থানীয় বিএলএ এবং যে বি এল ওর দায়িত্ব পেয়েছেন তাদের সঙ্গে কথা বলে ইতিমধ্যে কিভাবে তার নাম ভোটার তালিকায় তোলা যায়, তার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। যদিও স্থানীয় বিএলওর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, 2025 সালে যে লিস্ট তাতে তিনি মৃত বলেই দেখা যাচ্ছে কিন্তু তার নাম অনেক আগেই বাদ গেছে।

আরও পড়ুন- SIR ঘরে ফিরিয়ে দিল ২৬ বছর আগে হারিয়ে যাওয়া রমজানকে

ইতিমধ্যে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে কি কি করনীয় তা করে তার পাশে থাকার আশ্বাস দিয়েছেন। অপরদিকে শাসকদলের তোলা কটাক্ষকে একেবারে পাশ কাটিয়ে বিজেপির প্রতিক্রিয়া এই ঘটনায় কোন রাজনৈতিক বিষয় নয় টেকনিক্যাল ফল্ট হয়েছে চিন্তা করার কারণ নেই তিনিও বৈধ ভাবে ভারতের ভোটাধিকার ফিরে পাবেন।

দেখুন আরও খবর-

Read More

Latest News