লখনউ: মর্মান্তিক মৃত্যু স্কুল ছাত্রের। দৌড় প্রতিযোগিতার প্রশিক্ষণের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল ১৪ বছরের ওই নাবালকের। উত্তরপ্রদেশের আলিগড় জেলার ঘটনা। জানা গেছে, ওই ছাত্রটি বন্ধুর সঙ্গে দু রাউন্ড দৌড়ে আসে, কিন্তু তারপরেই নিস্তেজ হয়ে পড়ে সে।
মৃত ছাত্রের নাম মোহিত চৌধুরী। শুক্রবার সিরাউলি গ্রামের একটি দৌড় প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য প্র্যাকটিস করছিল সে। ঠিক সেই সময় এই মর্মান্তিক ঘটনা ঘটে। ওই ছাত্রের বন্ধুই তাঁর পরিবারকে খবর দেয়। তড়িঘড়ি কাছের হাসপাতালে নিয়ে গেলেও মোহিতকে বাঁচানো যায়নি।
আরও পড়ুন: বরফের চাদরে কাশ্মীর সহ লাদাখ, উত্তর ভারতের পাঁচ রাজ্যে কুয়াশার সতর্কতা
পুলিশ সূত্রে খবর, এই বছরের আগস্টে মোহিতের বাবার সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। আগামী ৭ ডিসেম্বর মোহিতের স্কুলে দৌড় প্রতিযোগিতা ছিল। তার জন্য প্রশিক্ষণ করছিল সে। মোহিতের মৃত্যুরতে শোকস্তব্ধ তার পরিবার।
দেখুন অন্য খবর: