Friday, December 19, 2025
HomeScroll১৯টি রেকর্ড ভেঙে ইতিহাস গড়ল রণবীর সিংয়ের 'ধুরন্ধর'
Dhurandhar

১৯টি রেকর্ড ভেঙে ইতিহাস গড়ল রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’

বক্স অফিসে দাপট ‘ধুরন্ধর’, কত আয় করল দেখুন

ওয়েব জেস্ক: বিতর্ক ছাপিয়ে বক্স অফিসে দাপট দেখাচ্ছে ‘ধুরন্ধর’ (Dhurandhar)। অ্যাকশন-প্যাকড ছবিটি বক্স (Bollywood Box Office)। অফিসে কার্যত ঝড় তুলেছে। ১৯টি রেকর্ড ভেঙে ইতিহাস গড়ল রণবীর সিংয়ের (Ranveer Singh) ছবি। ১৩ দিনে কী কী রেকর্ড গড়ল ধুরন্ধর? মুক্তির শুরুতে বিতর্ক ঘিরে থাকলেও, ১২ দিনের মাথায় সেই সব আলোচনা ছাপিয়ে রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’। এই ছবি ইতিমধ্যেই একের পর এক রেকর্ড ভেঙে ফেলেছে।

পোর্ট অনুযায়ী, ছবিটি ১৩তম দিনে ভারতীয় বক্স অফিসে আয় করেছে ৩০ কোটি টাকা। এর ফলে ছবির ভারতে নেট সংগ্রহ পৌঁছেছে ৪১১ কোটি টাকায়। শুধু তাই নয়, ১২ দিনের শেষে ছবিটির বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে আনুমানিক ৬২৫-৬৩০ কোটি টাকা। সর্বশেষ হিসেব অনুযায়ী, মোট ওয়ার্ল্ডওয়াইড কালেকশন ৬২৩.৫ কোটি টাকা। এই সাফল্যের পথে ‘ধুরন্ধর’ ভেঙেছে মোট ১৯টি বক্স অফিস রেকর্ড। বহু বিভাগে ছবিটি প্রথম স্থানে উঠে এসেছে, আবার কিছু ক্ষেত্রে রয়েছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা (Sandeep Reddy Vanga) পরিচালিত ‘অ্যানিম্যাল’-এর ঠিক পিছনে। প্রথম সপ্তাহে কিছু রেকর্ডে ‘অ্যানিম্যাল’ এগিয়ে থাকলেও, দ্বিতীয় সপ্তাহে পুরোপুরি দাপট দেখায় ‘ধুরন্ধর’। ছবিটি হয়ে ওঠে রণবীর সিং-এর কেরিয়ারের সর্ববৃহৎ ওপেনিং উইকএন্ড।

আরও পড়ুন: মুক্তি পেল ‘বর্ডার ২’-র ঝলক, টিজার জুড়ে টানটান উত্তেজনা

এই ছবিতে রণবীর অনবদ্য অভিনয় করেছেন। সিনেপ্রেমীরা বলছেন, শেষবার ‘পদ্মাবত’-এ খিলজির চরিত্রে এহেন অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখেছিলেন রণবীর। পাশাপাশি রহমান ডাকাইতের ভূমিকায় ততোধিক যোগ্য সারথির মতো সমান্তরালে গল্প টেনে নিয়ে গিয়েছেন অক্ষয় খান্না।মেজর ইকবালের ভূমিকায় ‘রোমহর্ষক’ অর্জুন রামপাল। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের ছায়া রয়েছে কে আর মাধবনের চরিত্রটিতে। ছবিতে রয়েছেন সঞ্জয় দত্তও। এতজন নামী অভিনেতার সমাবেশই ছবিটি সম্পর্কে দর্শকের প্রত্যাশা বাড়িয়ে তুলেছে।

অন্য খবর দেখুন

Read More

Latest News