skip to content
Friday, July 5, 2024

skip to content
HomeScrollপ্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত নিয়ে আদালতের তোপে ইডি
Calcutta High Court

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত নিয়ে আদালতের তোপে ইডি

তদন্ত কবে শেষ হবে, কিছুই বুঝতে পারছি না, ইডির উদ্দেশে বিচারপতি

Follow Us :

কলকাতাঃ প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার গতিপ্রকৃতি নিয়ে ফের ইডিকে (ED) ধমক দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বুধবার বিচারপতি অমৃতা সিংহ ইডির আইনজীবীর উদ্দেশে বলেন, আমি খবর পাচ্ছি, আপনাদের কয়েকজন আধিকারিক তদন্তে গা ছাড়া মনোভাব দেখাচ্ছেন। কাকে জিজ্ঞাসাবাদ করা হবে, কাকে হবে না, তা অন্যভাবে ঠিক হচ্ছে। মনে রাখবেন, এই তদন্ত হচ্ছে আদালতের নজরদারিতে। ইডি আধিকারিকদের সতর্ক থাকতে বলুন। মামলার পরবর্তী শুনানি ৩০ জুলাই।

এদিন নিয়োগ দুর্নীতি মামলায় ইডি এবং সিবিআই আদালতে নতুন রিপোর্ট পেশ করেছে। ইডি তাদের রিপোর্টে জানিয়েছে, ১৪৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। বিচারপতি জানতে চান, লিপস অ্যান্ড বাউন্ডস এবং তার ডিরেক্টরদের বাজেয়াপ্ত করা সম্পত্তির আর্থিক মূল্য দেখা যাচ্ছে খুবই কম। তাদের টাকার উতস কী, আপনারা কি সেখানে পৌঁছতে পেরেছেন? ইডির আইনজীবী ধীরাজ দ্বিবেদি বলেন, সেটা সিবিআইয়ের রিপোর্ট থেকে জানা যাবে। বিচারপতি বলেন, আপনাদের রিপোর্ট দেখে বোঝা যাচ্ছে, এই আয়ের কোনও উতস নেই। টাকা অন্য কোথাও থেকে আসছে। আপনারা যদি তদন্তের অগ্রগতি না দেখাতে পারেন, তাহলে তো অভিযুক্তরা জামিন পেয়ে যাবেন। যেভাবে আপনারা এগোচ্ছেন, তাতে তদন্ত শেষ হতে অনেক সময় লাগবে। কবে তদন্ত শেষ হবে, আমি কিছুই বুঝতে পারছি না। সিবিআইয়ের আইনজীবী বলেন, সু্প্রিম কোর্টের রক্ষাকবচের ফলে আমরা মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করতে পারছি না। এই কারণে তদন্তে বিলম্ব হচ্ছে। আমাদের আরও কিছুটা সময় দেওয়া হোক।

আরও পড়ুন: কুয়েতে অগ্নিকাণ্ড, ভারতীয় সহ ৪১ জনের মৃত্যুর আশঙ্কা

আরও খবর দেখুন 

RELATED ARTICLES

Most Popular