হাওড়া: সাঁকরাইলের পিচ কারখানায় ভয়াবহ আগুন (Fire Tar Factory in Sankrail)। কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। ঘটনাস্থলে দমকলের ৪টে ইঞ্জিন। ওই কারখানায় দাহ্য বস্তু মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়তে থাকে। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। কিন্তু আগুনের তীব্রতার জেরে তা নেভাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে দমকলের কর্মীদের। কী কারণে অগ্নিকাণ্ড তা জানা যায়নি। ঘটনাস্থলে পৌঁছেছে সাঁকরাইল থানার পুলিশও।
বৃহস্পতিবার সকালে হঠাৎই আলমপুরে পিচ কারখানার কাছে কালো ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। খবর দেওয়া হয় দমকলে। কিন্তু দমকল পৌঁছনোর আগেই আগুনের তীব্রতা বেড়ে যায়। স্থানীয়রাও আগুন নেভাতে সাহায্য করতে শুরু করেন। কারখানার কর্মীরা জানান, অন্যান্য দিনের মতোই তাঁরা এদিন কারখানার ভিতরে কাজ করছিলেন। আচমকাই বিস্ফোরণের হয়। সেই শব্দ শুনেই এসে তাঁরা দেখেন আগুন ধরে গিয়েছে কারখানার ভিতরে। কারখানায় কর্মরত শ্রমিকদের নিরাপদে ভিতর থেকে বের করে আনা হয়েছে। এখনও পর্যন্ত কেউ হতাহত হননি। তবে এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে না আসায় উদ্বিগ্ন এলাকাবাসী। ঠিক কী কারণে আগুন লাগল, তা জানা যায়নি।
আরও পড়ুন: বিরোধী শূন্য ভোটে ডোমকলের রায়পুর সমবায় দখল তৃণমূলের
অন্য খবর দেখুন