Friday, January 23, 2026
HomeScroll‘স্বাধীনতা উপহার নয়, অর্জনের ফল’, নেতাজির জন্মজয়ন্তীতে শ্রদ্ধা ও বার্তায় অভিষেক বন্দ্যোপাধ্যায়
Abhishek Banerjee

‘স্বাধীনতা উপহার নয়, অর্জনের ফল’, নেতাজির জন্মজয়ন্তীতে শ্রদ্ধা ও বার্তায় অভিষেক বন্দ্যোপাধ্যায়

দেশনায়কের আদর্শকে স্মরণ করে শ্রদ্ধা জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক

কলকাতা: নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীতে (Netaji Subhas Chandra Bose Birth Anniversary) দেশনায়কের আদর্শকে স্মরণ করে শ্রদ্ধা জানালেন তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সমাজমাধ্যম X-এ পোস্ট করে তিনি স্পষ্ট ভাষায় জানান, স্বাধীনতা কখনও উপহার হিসেবে পাওয়া যায় না, তা সংগ্রাম করেই অর্জন করতে হয়।

নেতাজির জন্মজয়ন্তীতে দেওয়া ওই পোস্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, স্বাধীনতা এমন কিছু নয় যা কেউ কাউকে দান করে। এর জন্য প্রয়োজন ত্যাগ, লড়াই এবং অটল সংকল্প। তাঁর মতে, নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবন ও সংগ্রাম আজও সেই সত্যকেই স্মরণ করিয়ে দেয়।

আরও পড়ুন: নেতাজির জন্মজয়ন্তীতে পরাক্রম দিবস, শ্রদ্ধা ও বার্তায় একসুর রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রী–মুখ্যমন্ত্রী

অভিষেকের বার্তায় উঠে এসেছে নেতাজির আদর্শ ও মূল্যবোধের প্রসঙ্গ। তিনি লেখেন, এই বিশেষ দিনে আমরা নতুন করে শপথ নিই, যে মূল্যবোধের জন্য নেতাজি সারা জীবন লড়াই করেছেন, তা আমরা রক্ষা করব। তাঁর মতে, ঐক্য, সাহস এবং মানুষের প্রতি নিঃস্বার্থ সেবাই ছিল নেতাজির আদর্শের মূল ভিত্তি।

নেতাজির জন্মজয়ন্তীতে দেশজুড়ে যখন পরাক্রম দিবস পালিত হচ্ছে, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বার্তাকে রাজনৈতিক মহলের পাশাপাশি সাধারণ মানুষের একাংশও তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন। অনেকের মতে, বর্তমান সময়ের প্রেক্ষাপটে নেতাজির আদর্শ, জাতীয় ঐক্য ও সাহসিকতার বার্তা নতুন করে প্রাসঙ্গিক হয়ে উঠেছে।

নেতাজি সুভাষচন্দ্র বসু শুধু স্বাধীনতা সংগ্রামের এক কিংবদন্তি নন, তিনি ছিলেন আত্মমর্যাদা, নির্ভীকতা ও আত্মত্যাগের প্রতীক। তাঁর জন্মজয়ন্তীতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বার্তা আবারও মনে করিয়ে দিল—স্বাধীনতা রক্ষাও এক নিরন্তর সংগ্রাম, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে বহন করে নিয়ে যেতে হয়।

Read More

Latest News