বৈদিক জ্যোতিষশাস্ত্র (Vedic Astrology) অনুসারে বিভিন্ন সময় গ্রহদের গোচরের ফলে বহু রাশি (Zodiac Sign) এই সময় হঠাৎ করে লাভের মুখ দেখতে পান। ফলে ভাগ্যে (Fortune) উন্নতি হতে দেখা যায়। আসন্ন অমাবস্যার তিথি ২৭ ফেব্রুয়ারি (27 February) পড়ছে। সেই সময় আবার মীন রাশিতে বুধ থাকবে। তৈরি হবে শুভ লক্ষ্মীনারায়ণ যোগ ( Lakshmi Narayan Yoga) । এই সময় তিন রাশির ভাগ্যের দরজা খুলে যাবে।
মিথুন
কর্মক্ষেত্রে উন্নতি। ব্যবসায়ী ও চাকুরিজীবীদের সময় ভালো যাবে। ব্যবসায় লাভের অঙ্ক বাড়বে। চাকুরিজীবীদের পদোন্নতি ও বেতন বৃদ্ধি হবে। চাকুরিজীবীদের মনের মতো জায়গায় বদলির সম্ভাবনা। আবার যারা এতদিন ইন্টারভিউ দিয়ে আসছিলেন, তাদের স্বপ্ন এবার সফল হতে পারে। ভাগ্য আপনার সহায় থাকবে। সব আটকে থাকা কাজ এই সময় সম্পন্ন হবে। লক্ষ্মীনারায়ণ যোগ আপনার জন্য সুসময় নিয়ে আসবে।
আরও পড়ুন: মহাশিবরাত্রিতে এই তিন রাশির মহাযোগ
ধনু
খুব ভালো সময় আসছে। বাড়ি, গাড়ি ক্রয় করতে পারবেন। সম্পত্তির পরিমাণ বাড়বে। চাকুরিজীবীদের পদোন্নতি, বেতন বাড়বে। ব্যবসায়ীরাও লাভের মুখ দেখবেন। পুরনো ব্যবসার সঙ্গে নয়া ব্যবসাও শুরু করতে পারেন। ব্যবসাতেও নতুন কোনও অংশীদারি হতে পারে। দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে রোগ মুক্তি। পরিবারে সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হবে। হঠাৎ করে প্রাপ্তি যোগ জীবনকে আরও সুন্দর করে তুলবে। প্রেমের ক্ষেত্রে একটা মিষ্টি মধুর সম্পর্ক তৈরি হবে। বিবাহিতদের সম্পর্ক নতুন মাত্রা পাবে। কোনও দূর ভ্রমণের পরিকল্পনা এই সময় সফল হতে পারে।
মীন
লক্ষ্মীনারায়ণ যোগ আপনাদের জন্য খুবই শুভ সময় নিয়ে আসতে চলেছে। আপনার কাজে একাগ্রতা বাড়বে। যে কাজেই হাত দেবেন সাফল্যের মুখ দেখবেন। আত্মবিশ্বাস বাড়বে। সম্পর্ক, কর্মক্ষেত্র সব জায়গাতেই একটা পরিবর্তন হচ্ছে, সেটা আপনি বুঝতে পারবেন। নতুন কোনও মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি হতে পারে। যে পরবর্তী সময় আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবে। কাজের জায়গায় আপনার মান, সম্মান, বৃদ্ধি পাবে। স্বাস্থ্যের উন্নতি হবে। বিবাহিতদের বৈবাহিক জীবন আগের থেকে অনেক ভালো হবে। অবিবাহিতদের বিয়ের যোগ তৈরি হবে। প্রেমের সম্পর্ক আরও মজবুত হবে। আপনার ব্যক্তিত্ব অন্যদের থেকে আপনাকে আলাদা প্রমাণ করবে। অপ্রত্যাশিত আর্থিক লাভ আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।